হাফিজুর রহমান শিমুলঃ
সাতক্ষীরার কালিগঞ্জে চিকিৎসায় সঠিক রোগ নির্নয় ও মান সম্মত স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বেলা ১১ টায় লাইফ কেয়ার ডিজিটাল ল্যাব এন্ড হাসপাতাল এর ইউনিট-২ এর উদ্বোধন অনুষ্ঠান ও সেমিনারে লাইফ কেয়ার পরিচালনা পর্ষদের পরিচালক শেখ গোলাম মোস্তফা’র সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও ইউনিট ২ এর ফিতাকেটে উদ্বোধন করেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম মোস্তফা। তিনি বক্তব্যে বলেন চিকিৎসা সেবার মানউন্নয়নের মধ্যদিয়ে লাইফ কেয়ার হাসপাতালকে এগিয়ে নিতে হবে। এলাকার অসহায় ও হতদরিদ্র রোগীদেরকে যথাযথ চিকিৎসা সেবা প্রদান করতে হবে। বর্তমানে আমাদের দেশের চিকিৎসা সেবা ও পরীক্ষা নিরীক্ষা অনেক উন্নত। লাইফ কেয়ারও সেদিক থেকে পিছিয়ে নেই। কোন ভাবে যেনো রোগীরা প্রতারিত না হয়, সেদিকে লাইফ কেয়ার ডিজিটাল ল্যাব এন্ড হাসপাতালের পরিচালকবৃন্দ খেয়াল রাখেন। উদ্বোধনীতে
স্বাগত বক্তব্য রাখেন লাইফ কেয়ারের এমডি জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, বাংলাদেশ সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, মেডিকেল চিকিৎসক ডাঃ মনিরুজ্জামান, কালিগঞ্জ সদর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল আমিন, উপজেলা ড্রাগ এ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক আব্দুল মোমিন, গ্রাম্য চিকিৎসক আব্দুল কাদের, গ্রাম্য চিকিৎসক রিয়াজুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এম হাফিজুর রহমান শিমুল, জাতীয় সাংবাদিক সংস্থার সাংগঠনিক সম্পাদক শেখ আতিকুর রহমানসহ উপজেলার মধ্যথেকে শতাধীক গ্রাম চিকিৎসকবৃন্দ।
Check Also
তালায় ইউপি পরিষদ কক্ষে দুই সাংবাদিকের উপর হামলা, প্রতিবাদে মানববন্ধন
তালা প্রতিনিধি তালার ইসলামকাটি ইউনিয়ন পরিষদে সাংবাদিক আক্তারুল ইসলাম ও আতাউর রহমানের ওপর সন্ত্রাসী রমজান আলী …