সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে সবজির বাজার রক্ষার দাবিতে মাথায় কাফনের কাপড় বেঁধে মানববন্ধন পালন করেছে ক্ষুদ্র ব্যবসায়ীরা। শনিবার বেলা ১১টায় শ্যামনগর উপজেলার নকিপুর বাজারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। বীর মুক্তিযোদ্ধা হারুনার রশিদের সভাপতিত্বে মানবন্ধনে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক আবু সাঈদ, সমাজ কর্মী মাহবুব এলাহী, ব্যবসাহী আব্দুর রহমান, আক্তার হোসেন, মঙ্গল মন্ডল, রাইসুল ইসলাম প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, হাইকোর্টের নির্দেশকে অপব্যাখা করে উপজেলা প্রসাশনের কতিপয় কর্মকর্তা মোটা অংকের অর্থের বিনিময়ে সবজির বাজারের চাঁদনি উচ্ছেদ করে তা অব্যবসায়ীদের ইজারা দিয়ে ক্ষুদ্র সবজি ব্যবসায়িদের পেটে লাথি মেরেছেন। ঘন্টাব্যাপী মানববন্ধনে মাথা ও শরীরে সাদা কাফনের কাপড় পরে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা। বক্তারা এ সময় সবজির বাজার রক্ষার জোর দাবি জানান
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …