যশোরে চালু হলো ই-পাসপোর্ট পার্সোনালাইজেশন সেল

নিজস্ব প্রতিবেদক:

যশোরে চালু হলো ই-পাসপোর্ট পার্সোনালাইজেশন সেল।

আজ রবিবার (৩ অক্টোবর) যশোরে ই-পাসপোর্ট পার্সোনালাইজেশন সেলের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

ই-পাসপোর্ট সেবার প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুর রহমান খানের সভাপতিত্বে প্রধান অতিথি বলেন, ই-পাসপোর্টে ফিঙ্গার ও মুখমন্ডলের ছাপ থাকবে। কোন ভাবেই পাসপোর্ট নকল করা যাবে না। তাই ই-পাসপোর্ট আবেদন করার সময় সকল তথ্য যাচাই-বাছাই করে পূরণ করতে হবে। বয়স, নাম, ঠিকানা, জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা জন্ম নিবন্ধন নম্বর সঠিক ভাবে পূরণ করতে হবে।

এ সময় বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান ও পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার।

বক্তব্য রাখেন জার্মানের টেকনিক্যাল প্রজেক্টের পরিচালক পার আলেকজান্ডার কোমারেক ও প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।

Check Also

কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটক নিহত

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে সন্ত্রাসী হামলা হয়েছে। এ ঘটনায় অন্তত ২৬ পর্যটক নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।