সাতক্ষীরায় বিশ্ব নদী দিবসে আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় বিশ্ব নদী দিবস ২০২১ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় সাতক্ষীরা জেলা প্রশাসন সম্মেলন কক্ষে হেড ও স্বদেশের যৌথ আয়োজনে নদী একটি জীবন্ত সত্তা- প্রকৃতিকে বাঁচাতে, নদী বাঁচান জনসচেতনতা সৃষ্টিতে আলোচনা সভায় অধ্যক্ষ আবুল হামিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবীর।
স্থানীয় পর্যায়ে নদ-নদী, খাল খনন ও জলাবদ্ধতা নিরসনের দাবিকে জোরদার করা লক্ষ্যে নদী দিবস উদযাপন কমিটি-২০২১ আহবায়ক ও স্বদেশের নির্বাহী পরিচালক মাধব চন্দ্ৰ দত্ত এবং হেডের নির্বাহী পরিচালক লুইস রানা গাইন পরিচালনায় বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমাতুজ জোহরা, জেলা নাগরিক কমিটির আহবায়ক আনিসুর রহিম, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি সুভাষ চৌধুরী, সাংবাদিক মোস্তাফিজুর রহমান উজ্জ্বল, সাবেক কাউন্সিলর ফরিদা আক্তার বিউটি, প্রভাষক ইদ্রিস আলী প্রমুখ।
মুল প্রবন্ধ পাঠ করেন হেডের প্রোগ্রাম অফিসার আরিচা আঁখি।
বক্তরা বলেন, ৪৮ বছরে ১৮০ কোটি টনের বেশি পলি জমে দেশের মানচিত্র থেকে হারিয়ে গেছে ৩০০ অধিক নদ – নদী। এদিকে বেতনা নদী দখল করে অবৈধভাবে ইটের ভাটা তৈরী করার ফলে বছরের অধিকাংশ সময় সাতক্ষীরা জেলা শহরসহ পৌরসভার অনেক এলাকা পানিতে নিমজ্জিত হয়ে থাকে। নদী, খাল, সরকারি জমি দখলদারি ও ভূমিদস্যুদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করতে হবে। জেলাকে স্থায়ী জলাবদ্ধতা থেকে মুক্ত করতে মাস্টার প্ল্যান তৈরী করতে হবে। অবৈধ নদী দখল উচ্ছেদ করে নদী খনন করলে জেলাবাসী জলাবদ্ধতা থেকে মুক্তি পাবেন#

Please follow and like us:

Check Also

গণঅভ্যুত্থানের মাস পূর্তিতে সাতক্ষীরায় ‘শহীদী মার্চ’  পালিত

সাতক্ষীরা প্রতিনিধি: কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের এক মাস পূর্তিতে ‘শহীদী মার্চ’ পালিত হয়েছে সাতক্ষীরায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরার শিক্ষার্থীরা বৃহস্পতিবার বিকেলে সাতক্ষীরা শহরের শহীদ আসিফ চত্বরে শহীদী মার্চের কর্মসূচি পালন করে। সমাবেশে সাতক্ষীরার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বলেন, ‘‘শহীদ শিক্ষার্থীদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।