সাতক্ষীরায় ৩১৮টি সিমসহ র‌্যাবের হাতে আটক মাসুদ

স্টাফ রিপোর্টার: ভারত থেকে চোরাপথে পাচার হয়ে আসা ৩১৮টি ভারতীয় সিমকার্ডসহ মাসুদ রানা (২৫) নামের এক যুবককে আটক করেছে র‌্যাব। সোমবার (৪ অক্টোবর) সকালে সাতক্ষীরা শহরের সঙ্গীতা মোড় থেকে এসব সিমকার্ডসহ তাকে হাতেনাতে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। র‌্যাব-৬ এর সাতক্ষীরা কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইশতিয়াক হোসাইন এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য দিয়ে বলেন, এইসব সিম ব্যবহার করে চোরাচালান, মাদক পাচার, নারী ও শিশু পাচার এমনকি বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত করে থাকে সন্ত্রাসীরা। তিনি বলেন, এদের একজনকে আমরা ৩১৮টি সিমসহ হাতেনাতে আটক করে সাতক্ষীরা সদর থানা পুলিশে সোপর্দ করেছি। এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলা হয়েছে।

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।