আমায় মাড়িয়ে যেও – বিলাল মাহিনী

মেঠো পথ হবো

তুমি হেঁটো আমায় মাড়িয়ে
বক্ষ বরাবর
আমায় ছুঁয়ে যাবে
তোমার নুপুর ঝরা ঘাম
আলতা রাঙা পা যুগল গড়িয়ে।

আমায় পোড়াবে-
তোমার হিমেল অনলে।

সবুজ ঘাস হবো,
আমার সবুজ বুকে বোসো চুপটি করে
আমার পাতায় হামি খেয়ে
চলে যেও…
আমাকে মাড়িয়ে যেও
অন্য কোথাও..।

Check Also

সুন্দরবনে পরিবারের সঙ্গ: কাইয়ুম রাজের আনন্দঘন ভ্রমণ

আমি এবিএম কাইয়ুম রাজ। এবারের ঈদে আমি নানুবাড়ি গিয়েছিলাম। ঈদের আনন্দ পরিবারের সবার সঙ্গে ভাগ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।