চাঁদে জমি ক্রয় এবং তারপর…

চাঁদে জমি কেনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম বেশ সরগরম। এ নিয়ে মাথা খাটিয়ে কিছু বিচিত্র চিত্র তুলে ধরেছেন সোহানুর রহমান অনন্ত, এঁকেছেন কাওছার মাহমুদ।

চাঁদে সড়ক নির্মাণ ও ভুয়া টেন্ডারবাজ
১ম ব্যক্তি : শুনলাম আপনি নাকি রকেট ভাড়া করছেন চাঁদের দেশে বাঁশ নিয়ে যাবার জন্য! তা এত বাঁশ সেখানে নিয়ে কী করবেন?
২য় ব্যক্তি : বেকুবে কয় কী! চাঁদে সবাই জায়গা কিনতাছে! এখন ঘরবাড়ি, রাস্তাঘাট হইব। বাঁশ না নিলে কি রড দিয়া এত ঢালাই পোষাইতে পারুম?

পৃথিবীর ভিউ দেখা এবং ফ্ল্যাট বিক্রি
১ম ব্যক্তি : স্যার, একমাত্র আমাদের ফ্ল্যাট থেকেই পৃথিবীর ভিউ খুব সুন্দর দেখা যায়। বেলকনিতে দাঁড়ালেই পৃথিবী ফকফকা দেখতে পাবেন।
২য় ব্যক্তি : উগান্ডা, আফ্রিকা, সুদানের ভিউ হইলে কিন্তু নিমু না। আমার দরকার পৃথিবীর থাইল্যান্ড, সিঙ্গাপুরের মতো ইয়ো ইয়ো ভিউ।

স্বল্প খরচে অনেকেই পাঠাবে চাঁদে
১ম ব্যক্তি : রাতের অন্ধকারে এমন গ্যাস বেলুন উড়াইয়া আপনারা কই যাইতাছেন? কোনো মহড়া চলতাছে নাকি ভাইজান?
২য় ব্যক্তি : না ভাই, আমরা আসলে খাই খাই ট্র্যাভেল থেকে চোরাই পথে কম খরচে চাঁদের দেশে উড়ে উড়ে যাইতাছি!

চাঁদে গমন এবং ব্যবসার পরিকল্পনা
১ম বন্ধু : চাঁদে তো জমি কেনার জন্য চান্দা তুললাম। সেখানে কী ধরনের ব্যবসা করলে সহজে লাভবান হওয়া যাবে বলে তুই মনে করিস?
২য় বন্ধু : আমার তো মনে হয় কাশফুলের চাষ করলে। যেভাবে মানুষ হুমড়ি খেয়ে ছবি তুলে তাতে টিকিট সিস্টেম করে দিলেই রাতারাতি বড়লোক!

চাঁদে জমি ক্রয় এবং ঘুষ গ্রহণ
১ম ব্যক্তি : আরে খলিল সাহেব, ব্যাগ নিয়ে অবেলায় কই রওনা দিলেন? ভাবিকে দেখতে গ্রামের বাড়ি যাচ্ছেন বুঝি?
২য় ব্যক্তি : বউকে চাঁদে জমি গিফট দিবো। অফিসে তেমন ঘুষ খাওয়া যায় না। তাই ছুটির দিনে আমিই মানুষের বাড়ি যাইতাছি ফাইল দিয়ে কিছু ইনকাম করার জন্য।

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।