তালা (সাতক্ষীরা) প্রতিনিধি :
তালায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২১ পালন উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিনটি উপলক্ষ্যে তালা উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (৬ অক্টোবর) সকালে র্যালী শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) এস এম তারেক সুলতান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ি, পাটকেলঘাটা থানার ওসি মোঃ নাজমুল হুদা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল ইসলাম প্রমুখ।
এ সময় উপজেলা পরিষদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, উপজেলার ১২ ইউনিয়ন পরিষদের সচীবগণ ও জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …