তালা (সাতক্ষীরা) প্রতিনিধি :
আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে তালা উপজেলার ১৮৯ টি পূজা মন্ডপের অনুকূলে সরকারী অনুদান বিতরণ করা হয়েছে।
বুধবার (৬ অক্টোবর) সকালে তালা সরকারী কলেজে উপজেলা প্রশাসন ও উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে উক্ত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) এস এম তারেক সুলতান। উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ি, তালা থানার নবাগত ওসি আবু জিহাদ ফকরুল আলম খান, তালা থানার বিদায়ী ওসি মোঃ মেহেদী রাসেল, পাটকেলঘাটা থানার ওসি মোঃ নাজমুল হুদা, তালা থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ, তালা সরকারী কলেজের সহযোগী অধ্যাপক জয়দেব ঘোষ, জেলা পরিষদ সদস্য সাংবাদিক মীর জাকির হোসেন, মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ আব্দুর রহমান, ইন্দ্রজিৎ দাস বাপ্পী, সাংবাদিক আব্দুল জব্বার প্রমুখ। এ সময় উপজেলার ১৮৯ টি পূজা মন্ডপের অনুকূলে প্রত্যেক মন্ডপে সরকারী অনুদান হিসবে ৫০০ কেজি চাল হিসেবে নগদ টাকা বিতরণ করা হয়।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …