আবু সাইদ,সাতক্ষীরা: আর কয়েক দিন পর হিন্দু সম্প্রদায়ের সার্বজনীন উৎসব শারদীয় দুর্গাপূজা। আগামী ১১ অক্টোবর সোমবার মহাষষ্ঠীর মাধ্যমে শুরু হবে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। বাঙালি হিন্দু সম্প্রদায়ের সার্বজনীন উৎসব শারদীয় দুর্গাপূজার এ উৎসবকে ঘিরে সাতক্ষীরাতে জমে উঠেছে পূজার বাজার। পূজার দিন-ক্ষণ ঘনিয়ে আসায় উপজেলার শপিংমল ও মাকের্টগুলোতে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ভিড় করছেন ক্রেতারা। সরেজমিন সাতক্ষীরার বিভিন্ন মার্কেটের দোকানগুলোতে ঘুরে দেখা গেছে কেনাকাটার ভীড়। কাপড় ও জুতার দোকানগুলোতে বিপুলসংখ্যক ক্রেতা পূজার কেনাকাটা করছেন। তবে উপজেলার বিপণি বিতানগুলোতে নারী ক্রেতাদের পাশাপাশি শিশুদের উপস্থিতি বেশি। সামর্থের মধ্যে পছন্দের জামা, কাপড়, শাড়ি, জুতা ও প্রসাধনী সামগ্রী কিনে খুশিমনে বাড়ি ফিরছেন সবাই। বেশ কয়েকজন ক্রেতা ও বিক্রেতার সঙ্গে কথা বলে জানা যায়, এবারের পূজাতে হিন্দু নারীরা সবচেয়ে বেশি কিনছেন শাড়ি। শিশুদের আগ্রহ দেখা গেছে জিন্সের হাফপ্যান্ট, জামা ও গেঞ্জির প্রতি। আর পুরুষ ক্রেতারা কিনছেন জিন্সের প্যান্ট, শার্ট, টি-শার্ট ও পাঞ্জাবি। অপরদিকে তরুণীরা কিনছেন বিভিন্ন নামের থ্রি-পিস। তাই রেডি ও আনরেডি থ্রিপিচের দোকানের চেয়ে শাড়ি ও পাঞ্জাবীর দোকানগুলোতে ক্রেতাদের আনা-গোনা বেশি। বিশেষ করে শাড়ি ও জুতার দোকানগুলোতে নারী ও শিশুদের ভীড় লক্ষণীয়। সাতক্ষীরা তালা উপজেলার একটি শপিংমলে পরিবারের সদস্যদের নিয়ে কেনাকাটা করতে এসেছেন স্কুল শিক্ষিকা রূপালী ঘোষ। তিনি বলেন, পূজাতে নারীদের শাড়িই পছন্দ বেশি। তাই একটি জামদানী অথবা কাতান শাড়ি কিনতে মার্কেটে এসেছি। প্রিয়ন্তী সাহা বলেন, পূজা উপলক্ষে প্রায় সব দোকানেই পছন্দসই পোশাক পাওয়া যাচ্ছে। তবে দামটা গত বছরের তুলনায় কিছুটা বেশি। কলেজ ছাত্রী অনুপমা সরকার জানান, থ্রি-পিস পড়ে সহজেই চলাফেরা করা যায়। তাই পূজা উপলক্ষে এবার তিনি দুটি থ্রি-পিস কিনেছেন। অজন্তা বস্ত্র বিতানের স্বত্বাধিকারী গৌর চন্দ্র রায় বলেন, এবার পূজা উপলক্ষে অনেক ক্রেতা আসছেন। গত কয়েক দিন যাবৎ বেচাকেনা খুব ভালো। সময় ঘনিয়ে আসার সাথে সাথে বিক্রির পরিমাণ আরো বাড়তে পারে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি
Check Also
যশোর বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের সময় কলারোয়ার আ’লীগ কাউন্সিলর গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি :- সাতক্ষীরা: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার …