সাকিব আর ভাবির ছবি ভাইরাল

রিয়াজুর রহমান আল-আরাবি:
প্রিয় ভাই❤️আপনার স্ত্রীকে পর্দা করার নির্দেশ দিন,না হয় আপনার মসজিদ নির্মাণ,হজ্ব ও ওমরা কোন কাজে আসবেনা,দুনিয়াতে নাম্বার ওয়ান হলেও পরকালে হবেন zero😪ক্যারিয়ারের দোহাই দিয়ে আরো কয়েকদিন বাহবা পাবেন,তার পর পাবলিক আর কোন খোঁজ-খবর রাখবেনা।
পাশাপাশি আপনার কন্যাদ্বয়কে পর্দার বিধান শিক্ষা দিবেন।আশাকরি কথাগুলো মেনে চলবেন।

MD Abu Yousuf
·
কবে যে ভাবির পর্দা অবস্থায় ছবি আপলোড দেখতে পাবো সেই অপেক্ষায় রইলাম প্রিয় ভাইয়া
আল্লাহ তায়ালা বলেন, ‘হে নবী আপনি আপনার স্ত্রী, কন্যা ও মু’মিন নারীদেরকে বলুন, তারা যেন তাদের জিলবাবের একাংশ নিজেদের উপর টেনে দেয়। এতে তাদেরকে চেনা সহজ হবে। ফলে তাদেরকে উত্যক্ত করা হবে না। আর আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু।’ (সূরা আহযাব: ৫৯)
আল্লাহ আমাকেও হেদায়েত দান করুক, নিজেকে একজন পরিপূর্ণ মুসলমান হওয়ার তৌফিক দান করুক

Md Ansarul Haque
নেন ভাই! দুনিয়াটা আপনারই, এনজয় করুন! দুই পক্ষ থেকেই বল এর পরিবর্তে ছবি দিয়ে ফেসবুক ফিল্ডে ব্যাটিং চলতেছে! 😂

রিয়াজুর রহমান আল-আরাবি
প্রিয় ভাই❤️আপনার স্ত্রীকে পর্দা করার নির্দেশ দিন,না হয় আপনার মসজিদ নির্মাণ,হজ্ব ও ওমরা কোন কাজে আসবেনা,দুনিয়াতে নাম্বার ওয়ান হলেও পরকালে হবেন zero😪ক্যারিয়ারের দোহাই দিয়ে আরো কয়েকদিন বাহবা পাবেন,তার পর পাবলিক আর কোন খোঁজ-খবর রাখবেনা।
পাশাপাশি আপনার কন্যাদ্বয়কে পর্দার বিধান শিক্ষা দিবেন।আশাকরি কথাগুলো মেনে চলবেন।

Farhana Sultana
·
বর্তমানে টাকা জাতির মেরুদণ্ড।
শিক্ষা জাতির কারাদণ্ড।
আর সত্য কথা জাতির মৃত্যুদন্ড!!
এটাই বাস্তব

https://www.facebook.com/Shakib.Al.Hasan

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।