রাজধানীর গাবতলীর তুরাগ নদে ১৮জন যাত্রী নিয়ে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই শিশু ও এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১০ জনকে উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন সাতজন।
শনিবার ভোর সাড়ে ৫টার দিকে গাবতলীর কয়লারঘাট ল্যান্ডিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।
আমিনবাজার নৌ পুলিশের ওসি আলমগীর কবির জানান, সকালে যাত্রী পারাপারের সময় ওই ট্রলারটি ডুবে যায়। ওই ট্রলারে ১৮ যাত্রী ছিলেন। এর মধ্যে ১০ জনকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে তুরাগ নদে উদ্ধার কাজ চালাচ্ছে ডুবুরি দল।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত কর্মকর্তা লিমা খানম জানান, তুরাগ নদে শিশু ও নারীসহ তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সাতজন যাত্রী নিখোঁজ রয়েছেন প্রাথমিকভাবে জানা গেছে। তাদের উদ্ধারে ডুবুরি দল চেষ্টা চালাচ্ছে।