সেলিম হোসেন: জনদূর্ভোগ সইতে না পেরে যাতায়াতের সুবিধার্থে স্থানীয়দের অর্থায়ানে সাতক্ষীরা সদর উপজেলার কদমতলা টু বৈকারী সড়কের কদমতলা বাজারস্থ সড়কে পিচের ছাল চামড়া উঠে যাওয়া খানাখন্দ আধলা ইট দিয়ে ভরাট করা হয়েছে।
জনসাধারণের যাতায়াতের সুবিধার্থে শনিবার সকালে স্থানীয় জনপ্রতিনিধি, সাধারণ ব্যবসায়ী, লোকজন ও ইজিবাইক চালকদের অর্থয়ানে কদমতলা বাজারস্থ সড়কটির খানাখন্দ আধলা ইট দিয়ে ভরাট করা হয়। স্থানীয়রা জানান, দীর্ঘ কয়েক বছর ধরে এলজিইডির আওতায়ধীন কদমতলা বাজারস্থ সড়কে পিচের ছাল চামড়া উঠে খানাখন্দ পরিণত হয়েছে।
সড়কটি সংস্কার না হওয়ায় জনসাধারণ চরম দূর্ভোগ পাচ্ছে। প্রায় সময় ঘটছে ছোট বড় র্দূঘটনা। সড়কটি নিয়ে স্থানীয় পত্র পত্রিকায় একাধিক বার লেখালিখি হলেও আজও পর্যন্ত এই সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্টদের নজরে আসেনি ।
তাই জনসাধারণের যাতায়াতের সুবিধার্থে স্থানীয় জনপ্রতিনিধি, সাধারণ ব্যবসায়ী, লোকজন ও ইজিবাইক চালকদের অর্থয়ানে কদমতলা বাজারস্থ সড়কের গর্তে আদলা ইট দিয়ে ভরাট করেছেন বলে স্থানীয়রা জানান।
উল্লেখ্য, বর্তমান সরকারের আমলে সাতক্ষীরা জেলায় হাজার হাজার কোটি টাকার উন্নয়ন হচ্ছে। কিন্তু সেই উন্নয়ন দেখতে যাওয়ার সড়কে মানুষের মাজা-পিঠ থাকছে না। জেলার অধিকাংশ এলাকার সড়কই চলাচলের অনুপযোগী।