সাতক্ষীরায় পাবলিক বিশ্ববিদ্যালয়ের দাবিতে অবস্থান কর্মসূচী

বাংলাদেশ জাসদের উদ্যোগে শ্রমজীবী, কর্মজীবী, পেশাজীবীর সন্তানদের উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টির জন্য সাতক্ষীরা জেলায় পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি, তরুণদের কর্মসংস্থানের জন্য কৃষিভিত্তিক শিল্পজোন, পরিকল্পিতভাবে নদী খাল খনন করার দাবীতে বাংলাদেশ জাসদ ১১ অক্টোবর বিকাল ৪টায় কদমতলা বাজারে পথ সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সরদার কাজেম আলী।

সাতক্ষীরাকে সমৃদ্ধ করার জন্য অধ্যাপক ইদ্রিস আলী জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহব্বান জানান। পাবলিক বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন মঞ্চের সমন্বয়ক এড: কাজী আব্দুল্লাহ আল হাবিব, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক দিদারুল আলম হেলাল, পৌর শাখার সাধারণ সম্পাদক আশরাফ সরদার, ন্যাপ নেতা হায়দার আলী শান্ত, নদী রক্ষা কমিটির নেতা মফিজুর রহমান, ভূমিহীন নেতা হাফিজুল ইসলাম, যুব জোটের জেলা আহবায়ক আবু সেলিম, ছাত্র নেতা শামীম আহমেদ, নারী জোট নেত্রী রওশন আরাসহ অনেকে। বক্তাগণ বলেন, এই জেলার সংসদ সদস্যবৃন্দ যাতে সংসদে উপরোক্ত দাবী নিয়ে সোচ্চার থাকেন সেজন্য সকল পর্যায়ের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। প্রেসবিজ্ঞপ্তি

Check Also

যশোর বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের সময় কলারোয়ার আ’লীগ কাউন্সিলর গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি :- সাতক্ষীরা: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।