যশোরের অভয়নগরে ইউপি নির্বাচনে নৌকা প্রত্যাশীদের আবেদন : মনোনয়ন দিবেন দলীয় প্রধান

 

বিলাল মাহিনী :

দেশব্যাপী ইউনিয়ন পরিষদ নির্বাচনের হাওয়া বইছে। তারই ধারাবাহিকতায় যশোরের অভয়নগর উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদের নির্বাচন নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

জানা গেছে, সম্ভাব্য প্রার্থীরাও ছুটতে শুরু করেছেন গ্রামে গ্রামে, পাড়া-মহল্লায়। সেই সাথে দলীয় প্রতীক পেতে শুরু হয়েছে দৌড়-ঝাঁপ। দলের স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দদের থেকে শুরু করে জেলা ও কেন্দ্রীয় নেতাদের সাথেও লবিং শুরু করেছেন কেউ কেউ। বিশেষ করে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থীদের মাঝে বেশি তোড়জোড় দেখা যাচ্ছে। দলীয় প্রতীক নৌকা পেতে মরিয়া হয়ে ছুটছেন কেউ কেউ।

এরই মধ্যে অভয়নগর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে নৌকা প্রতীক চেয়ে আবেদনও জমা দিয়েছেন অনেকে। যার সাথে যুক্ত করেছেন নিজেদের অতীতের রাজনৈতিক আমলনামা।

উপজেলা আওয়ামী লীগের নির্ভরযোগ্য সূত্র থেকে এসকল তথ্য জানা গেছে। সূত্রের দাবি, বুধবার (১৩ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত এ উপজেলার ৮ টি ইউনিয়ন পরিষদে নৌকা প্রতীক চেয়ে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আবেদন ও নথি জমা দিয়েছেন আওয়ামী লীগের ৬২ জন সম্ভব্য চেয়ারম্যান প্রার্থী।

যার মধ্য থেকে যাচাই-বাঝাই করে ৮ টি ইউনিয়নে ৮ জনকে নৌকা প্রতীক দিবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কিন্তু কে হবেন সেই আটজন ভাগ্যবান এ নিয়ে তৃণমূলের নেতা-কর্মীদের মাঝে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা।

এদিকে স্থানীয় দলীয় সূত্রে জানা গেছে, উপজেলা আওয়ামী লীগের শীর্ষ নেতারা নৌকা প্রতিক চাওয়া সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের আমলনামা যাচাই-বাছাই শুরু করেছেন। অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক পৌর মেয়র আলহাজ্ব এনামুল হক বাবুল দলীয় মনোনয়নের এ প্রক্রিয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অভয়নগর উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদে নৌকা প্রতিক চেয়ে বুধবার সন্ধ্যা পর্যন্ত যারা আবেদন করেছেন তারা হলেন- ১ নং প্রেমবাগ ইউনিয়নে আ’লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরা হলেন মফিজ উদ্দিন, নাসির উদ্দীন, সাইদ আলম বাচ্চু, হাফিজুর রহমান, বাবুল আক্তার, আঃ রাজ্জাক, সৈয়দ আঃ হাকিম, মোঃ রবিউল ইসলাম মিলন।

২ নং সুন্দলী ইউনিয়নে আ’লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরা হলেন উজ্জ্বল বিশ্বাস, দীনেশ বিশ্বাস, পরিতোষ বিশ্বাস, বিকাশ মল্লিক, বিকাশ রায়, স্বপন সরকার, সমীরণ সরকার।

৩ নং চলিশিয়া ইউনিয়নে আ’লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরা হলেন, মনিরুল ইসলাম, জাকির তরফদার, মশিউর রহমান, নাদির মোল্যা, সানা আব্দুল মান্নান, বি.এম. আতিয়ার।

৪ নং পায়রা ইউনিয়নে আ’লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরা হলেন, মশিউর রহমান, রফিকুল ইসলাম বাবু, মোঃ আতিয়ার, বাপ্পী মন্ডল, হাফিজুর রহমান।

৫ নং শ্রীধরপুর ইউনিয়নে আ’লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরা হলেন মোশারেফ তরফদার, নাসির ফারাজী, এ্যাড. নাসির উদ্দিন, মোঃ জিল্লুর রহমান, আঃ মান্নান, আব্দুল্লাহ শেখ।

৬ নং বাঘুটিয়া ইউনিয়নে আ’লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরা হলেন, তহমিনা বেগম, মল্লি সওকত হোসেন, মোঃ জাহিদুর রহমান, অর্জুন সেন, মোঃ আতিয়ার রহমান, শাহীনুর রহমান জুয়েল, বাবুল আক্তার, সরদার জসীম উদ্দীন, আজিম উদ্দিন, মোর্শেদ আলম, আকরামুজ্জামান কুদ্দুস, ছলেমান হোসেন।

৭ নং শুভরাড়া ইউনিয়নে আ’লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরা হলেন, এ্যাড. গোলাম নবী, ইদ্রিস মেম্বার, ফারুক খান, হুমায়ুন কবীর নাদিম, মহির খাঁন, আলতাফ মল্লিক, নূর জালাল, রাজ্জাক বিশ্বাস, জাকির হোসেন বাচ্চু, গোলাম মোস্তফা, মোঃ কামাল হোসেন, টিপু কাজী।

৮ নং সিদ্দিপাশা ইউনিয়নে আ’লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরা হলেন, মাহবুব হোসেন, খাঁন এ কামাল, বি.এম. নজরুল ইসলাম, আঃ লতিফ, আবু জাফর, সৈয়দ শরীফুল ইসলাম।

Check Also

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।