গাবুরায় ১৪৪ ধারা উপেক্ষা করে জনসভা

মিজানুর রহমান: একইস্থানে একই সময়ে আওয়ামী লীগের দুই নেতা পরষ্পর বিরোধী জনসভা আহবান করায় ১৪৪ ধারা জারি করেছে শ্যামনগর উপজেলা প্রশাসন। তবে প্রশাসনের সেই নির্দেশনা নিয়ে পুলিশ জনসভাস্থলে পৌছানোর পূর্বেই একপক্ষ জনসভা সম্পন্ন করেছে। জনসভা থেকে শ্যামনগরের গাবুরা ইউনিয়নের ভাঙন রোধে সম্প্রতি জাতীয় অর্থনৈতিক পরিষদ একনেকে ১ হাজার ২৩ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানানো হয়। এ জনসভার আয়োজন করে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিএম শফিউল আযম লেনিনের কর্মী সমর্থকরা।

এরআগে একইস্থানে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী সমাবেশ আহবান করায় ১৪৪ ধারা জারি করে শ্যামনগর উপজেলা প্রশাসন। ১৬ অক্টোবর ২০২১ তারিখে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার আ ন ম আবুজার গিফারী স্বাক্ষরিত এই নিষেধাজ্ঞার আওতায় গাবুরা গাইনবাড়ী হাইস্কুল শহীদ মিনার প্রাঙ্গণ এবং তার আশে পাশে ৪শ গজের মধ্যে ১৬ অক্টোবর বিকাল ৩টা থেকে ১৭ অক্টোবর বিকাল সাড়ে ৩টা পর্যন্ত ২৪ ঘটনার জন্য ১৪৪ ধারা জারি করা হয়।

উক্ত নিষেধাজ্ঞায় আরো বলা হয়, আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষে ১৬ অক্টোবর বিকালে গাইনবাড়ী হাইস্কুল প্রাঙ্গণে এক জনসভার আয়োজন করেন আওয়ামী লীগ নেতা শফিউল আজম লেলিন। একই স্থানে ও একই সময়ে চেয়ারম্যান প্রার্থী জি এম আবিয়ার রহমান নির্বাচনী জনসভার ঘোষণা দেন। এনিয়ে এলাকায় চরম উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। ফলে এলাকায় রক্তক্ষয়ী সংঘর্ষের সম্ভাবনা থাকায় সেখানে ১৪৪ ধারা জারি করা হয়।
তবে প্রশাসনের এই নিষেধাজ্ঞার আদেশ পৌছানোর পূর্বেই লেনিনের জনসভা শেষ হয়। বিকালি ৪টার দিকে শুরু হওয়া এই জনসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুল বারী। বক্তব্য দেন বাদশা আলম ও জিএম শফিউল আযম লেনিন।

প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জি এম শফিউল আযম লেনিন বলেন বিএনপি জামায়াত জোট সরকারের আমলে স্থানীয় সাংসদ গাজী নজরুল ইসলাম ও উপজেলা বিএনপির সভাপতি হাজী সোহরাব আলীর বাড়ী গাবুরায় থাকার সত্বেও এই এলাকার কোনো উন্নয়ন হয়নি। বরং জননেত্রী শেখ হাসিনা সরকারের আমলে আইলা বিধ্বস্ত গাবুরা পূর্ণগঠিত হয়েছে। শুধু তাই নয় গাবুরা ইউনিয়নের পুন বার্সন প্রকল্পের আওতায় ১০২০ কোটি টাকা জাতীয় অর্থনৈতিক পরিষদ একনেকে অনুমোদিত হয়েছে।

খুব শীঘ্রই প্রকল্পটি বাস্তবায়তি হবে। সেহেতু আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে গাবুরাবাসীকে জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে আহবান জানান তিনি। সভায় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা আওয়ামী লীগ ও গাবুরা ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসগ সহ¯্রাধিক ইউনিয়নবাসী। তবে একই সময়ে পাল্টা জনসভা আহবান করলেও চেয়ারম্যান প্রার্থী জি এম আবিয়ার রহমানের পক্ষে কোন তৎপরতা দেখা যায়নি।

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।