খালিদ ইবনে খলিলঃ যশোর সদর প্রতিনিধি
শনিবার গভীর রাতে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের সর্দার বাগডাঙ্গা গ্রামের এক কৃষকের ৪টি গরু চুরি করে নিয়ে গেছে চোরেরা।
গরুর মালিক সর্দার বাগডাঙ্গা গ্রামের মৃত নুর ইসলাম গাজীর ছেলে হায়দার গাজী।
ভুক্তভোগী কৃষক হায়দার গাজী জানান, প্রতিদিনের ন্যায় শনিবার রাত ১১টার দিকে গোয়াল ঘরে গরুর খাবার দিয়ে তালা লাগিয়ে আমিসহ আমার পরিবারের সদস্যরা ঘুমাতে যায়। ভোরে ফজরের নামাজ আদায় করতে উঠে গোয়াল ঘরে গরু গুলোর খাবার দিতে গিয়ে দেখি গোয়াল ঘরের দরজার তালা ভাঙ্গা। এ সময় গোয়ালে থাকা ৪ টি গরুর একটি গরুও নেই। তিনি আরো জানান,গরু গুলোর ভিতর দুটো বড় গর্ভবতী গাভী ও দুটো বকনা বাছুর ছিলো। যার সব কয়টায় চোরেরা নিয়ে গেছে।এ সময় তিনি সহ তার পরিবারের অন্য সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুজি শুরু করেন।বহু স্থানে খোঁজ করেও গরু গুলোর কোনো সন্ধান পায়নি তিনি। গরু ৪টি চুরি হয়ে যাওয়াই কৃষক হায়দার গাজীর পরিবারে জুড়ে চলছে আহাকার। বহু ধার দেনা করে তিনি এই গরু গুলো পালন করতেন।
এলাকাবাসীর অভিযোগ প্রায় চুড়ামনকাটি ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে গরু চুরি হলেও প্রশাসন থাকে নিরব। মেইন রাস্তার পাশ থেকে এক সাথে ৪টি গরু চুরি হওয়াই এলাকাবাসী রাতে পুলিশি টহল নিয়ে প্রশ্ন তুলেছেন।এ ব্যাপারে যশোর কোতয়ালী মডেল থানায় অভিযোগ করেছেন হায়দার গাজী।
এর আগে পাশের গ্রাম দৌলতদিহি থেকে চোরেরা ৬ অক্টোবর জামাল তরফদারের ৩টি গরু চুরি করে নিয়ে যায়