দক্ষিণ নড়াইলে স্বতন্ত্র প্রার্থী মো: হেমায়েত হোসেন ফারুকের উপর সন্ত্রাসী হামলার চেষ্টা

দক্ষিণ নড়াইল প্রতিনিধি(নড়াইল সদর):

নড়াইল জেলার সদর উপজেলার ১২ নং বিছালী ইউনিয়নের আসন্ন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মো: ফারুক হোসেন হেমায়েতের উপর সন্ত্রাসী হামলার চেষ্টা করে একদল সন্ত্রাসী । ১৮ অক্টোবর ২০২১ সোমবার দিবাগত রাতে নড়াইল থেকে ফেরার পথে সংঘবদ্ধ একটি সন্ত্রাসী গোষ্ঠী হেমায়েত ফকিরের উপর অতর্কিত হামলা চালানোর চেষ্টা করে।

তিনি বলেন, আমি ১৮ অক্টোবর ২০২১ সোমবার রাতে আমার কাজ শেষে নড়াইল থেকে ফিরছিলাম। নড়াইল টু ভাটপাড়া রোডের মাঝ পথে পেয়ারাতলা নামক স্থানে পৌছালে জানতে পারি, পথে কারা যেন গাছ ফেলে রেখেছে। উদ্দেশ্য আমার উপর সন্ত্রাসী হামলা। সাথে সাথে আমি সদর থানায় ফোন করি এবং থানা থেকে পুলিশ আসায় সন্ত্রাসীরা পালিয়ে যায়। তিনি আরও বলেন, দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান পদপ্রার্থী তাই আমার বিরুদ্ধে এই সন্ত্রাসী হামলার চেষ্টা করেছে। তিনি এর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

Check Also

উপদেষ্টা মাহফুজ আলমের বক্তব্যের নিন্দা জানিয়ে জামায়াতের বিবৃতি

অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম ‘জামায়াত যুদ্ধাপরাধের সহযোগী ছিল’ মর্মে যে মন্তব্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।