আয়েনউদ্দীন মহিলা মাদ্রাসার উদ্যোগে ঈদে মিলাদুন্নবী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোটার: যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যে পরিবেশে সাতক্ষীরা আয়েনউদ্দীন মহিলা আলিম মাদ্রাসার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) নানা কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১ টায় প্রতিষ্ঠানটির অফিস কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো: রুহুল আমিন। আলোচনা সভায় প্রধান অতিতির বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির সভাপতি বিশিষ্ট অর্থনীতিবিদ সাবেক ব্যাংকর আলহাজ্ব আব্দুর রহিম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন কালু। মোধ সাখাওয়াতুল্লাহর পরিচালায় অনুষ্ঠানে মাওলানা নুরউদ্দীনসহ শিক্ষক-শিক্ষিকারা বক্তব্য রাখেন। বক্তরা বলেন, আজ থেকে এক হাজার ৪৫১ বছর আগের এই দিনে সৌদি আরবের মক্কা নগরে ৫৭০ খ্রিষ্টাব্দের এই দিনে মহানবী হজরত মুহাম্মদ (সা.) জন্ম নেন। ৬৩২ খ্রিষ্টাব্দের একই দিনে তিনি ইহলোক ত্যাগ করেন।সারাবিশ্বের মুসলমানরা এই দিনকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) হিসেবে পালন করেন।
অনুষ্ঠানে বক্তরা আলো বলেন, মহান আল্লাহ আমাদের প্রিয়নবি হজরত মুহাম্মদকে (সা.) এ পৃথিবীতে পাঠিয়েছেন শান্তি, মুক্তি, প্রগতি ও সামগ্রিক কল্যাণের জন্য ‘রাহমাতুল্লিল আলামিন’ তথা সারা জাহানের রহমত হিসেবে। নবি করিমকে (সা.) বিশ্ববাসীর রহমত হিসেবে আখ্যায়িত করে পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেছেন, ‘আমি আপনাকে সমগ্র বিশ্বজগতের জন্য রহমতরূপে পাঠিয়েছি’ (সূরা আল-আম্বিয়া, আয়াত: ১০৭)। মুহাম্মদ (সা.) এসেছিলেন তওহিদের মহান বাণী নিয়ে। সব ধরনের কুসংস্কার, অন্যায়, অবিচার, পাপাচার ও দাসত্বের শৃঙ্খল ভেঙে মানবসত্তার চিরমুক্তির বার্তা বহন করে এনেছিলেন তিনি।

 

Check Also

স্বামীর বকুনিতে স্ত্রীর আত্মহত্যা, প্রেমিকের বিষপান

সাতক্ষীরা প্রতিনিধি সাতক্ষীরার আশাশুনিতে প্রেমিকের সাথে ঈদের কেনাকাটা করতে যাওয়ায় স্বামীর বকাবকিতে গলায় ফাঁস দিয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।