সেলিম হায়দার,তালা (সাতক্ষীরা) :
তালায় জিআর ও সিআর গ্রেফতারী পরোয়ানা ভূক্ত তিন আসামীকে আটক করেছে পুলিশ। আটককৃতদের বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আটককৃতরা খলিলনগর ইউনিয়নের মহান্দী গ্রামের এরশাদ আকুন্জী ছেলে মদন আকুন্জী, উত্তর নলতা গ্রামের ইশা শেখ ছেলে ফারুক শেখ ও নলতা গ্রামের বাদা জোয়াদ্দার ছেলে কোহিনুর জোয়াদ্দার। বুধবার রাতে অভিযান চালিয়ে খলিলনগর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, তালা থানার ওসির নেতৃত্বে এসআই প্রীতিশ রায় সংগীয় অফিসার ফোর্সসহ বুধবার রাতে খলিলনগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) আবু জিহাদ ফকরুল আলম খান, আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, জিআর ও সিআর গ্রেফতারী পরোয়ানা তিন আসামীকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Check Also
আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …