তালায় যাত্রীবাহী বাস খাদে পড়ে কন্টাকটার নিহত

সেলিম হায়দার,তালা (সাতক্ষীরা) :সাতক্ষীরার তালা উপজেলায় যাত্রীবাহী বাস খাদে পড়ে কন্টাকটার নিহত হয়েছে। এ সময় আহত হয় অন্তত ১০ জন।

বৃহস্পতিবার বেলা ১১ টার সময় খুলনাগামী যাত্রীবাহী বাস সাতক্ষীরা খুলনা মহাসড়কে তালা উপজেলার শাকদহ নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পার্শ্ববর্তী খাদে পড়ে যায়।

এ সময় বাসের কন্টাকটার সাতক্ষীরা ধুলিহর গ্রামের আব্দুস সালাম সর্দারের ছেলে রানা সরদার (৩০) ঘটনাস্থলে নিহত হয়। এসময় কমপক্ষে ১০জন যাত্রী আহত হয়। আহতরা হলেন সাতক্ষীরার তলুইগাছা গ্রামের মতলেব সর্দারের ছেলে সাজ্জাত সরদার (৫০), শ্যামনগর উপজেলার আব্দুল বারীর ছেলে ফরহাদুজ্জামান (২৪), ডুমুরিয়া উপজেলার শান্তিনগর গ্রামের বদরউদ্দিনের ছেলে নওশের আলী (৭৫), চুকনগর গ্রামের সিরাজ সরদারের ছেলে আল আমিন (২৮) ও রনিজৎ কর্মকার (৪০)। আহত ৫ জনকে উদ্ধার করে পাটকেলঘাটা পপুলার ক্লিনিকে ভর্তি করা হয়। এছাড়া আহত অন্যান্যদেরকে সাতক্ষীরার বিভিন্ন হাসপাতাল ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজমুল হুদা নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন। বিষয়টি হাইওয়ে পুলিশ তদারকি করছে।

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।