কলারোয়ায় সার কিনতে হয়রানির শিকার কৃষকরা

সাতক্ষীরার কলারোয়ায় বিসিআইসি সার ডিলাররা নির্ধারিত ইউনিয়নে সার বিক্রয় না করায় কৃষকরা সার কিনতে গিয়ে বিপাকে পড়ছেন। সেই সাথে ভ্যান ভাড়া করে অতিরিক্ত টাকা খরচ করে কলারোয়া বাজার থেকে সার কিনতে গিয়ে নাজেহাল হতে হচ্ছে কৃষকদের।

জানা গেছে-কলারোয়া পৌরসভা সহ উপজেলার ১২টি ইউনিয়নে ১৩টি সরকারী বিসিআইসি ডিলার নিয়োগ রয়েছে। এর মধ্যে উপজেলার জালালাবাদ ইউনিয়নের বাটরা বাজারের ডিলার মেসার্স রহমতুল্লাহ। তিনি তার ইউনিয়নে সার বিক্রয় না করে কলারোয়া বাজারের শ্রীপতিপুরে গোডাউন করে সেখানে বসে সার বিক্রয় করছেন। একই ভাবে লাঙ্গলঝাড়ার ডিলার মেসার্স আরবিএল কন্সট্রাকশান। তিনি কলারোয়া বাজারের কোল্ডষ্টোরের পাশের্^ গোডাউন করে সার বিক্রয় করছেন।

কেঁড়াগাছি ইউনিয়নের ডিলার মেসার্স আজিজুর রহমান। তিনি কলারোয়া বাজারের হাসপাতাল রোড়ে নিজ বাসা বাড়ীতে গোডাউন করে সার বিক্রয় করছেন। হেলাতলা ইউনিয়নের ডিলার মেসার্স আশরাফ আলী। তিনি কলারোয়া বাজারের হাসপাতাল সড়কে সার বিক্রয় করছেন। দেয়াড়া ইউনিয়নের ডিলার উচ্ছাস এন্টারপ্রাইজ। তিনি কলারোয়া বাজারের বেত্রাবতী হাইস্কুল সংলগ্ন সরসকাটি রোড়ে গোডাউন করে সার বিক্রয় করছেন।

আর এই ডিলারগণ তাদের নির্ধারিত ইউনিয়নে সার বিক্রয় না করার কারণে এলাকার কৃষকরা সার কিনতে গিয়ে ব্যাপক ভাবে হয়রানী শিকার হতে হচ্ছে। একে সময় যাচ্ছে আর এক ভ্যান ভাড়া করে ইউনিয়নের কৃষকরা কলারোয়ায় এসে সার কিনতে হচ্ছে। এতে করে কৃষকরা আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখানে সরকারের দেয়া ভর্তুকি কৃষকদের কোন কাজে আসছে না। অভিযোগ রয়েছে, সারের সংকট হলে এই সকল ডিলারগণ উচ্চদামে সার বিভিন্ন স্থানে বিক্রয় করে কলারোয়ায় সার সংকট সৃষ্টি করে।

এবিষয়ে কলারোয়া পৌরসভার বিসিআইসি ডিলার আব্দুল লতিফ বলেন তিনি অনেক বার উপজেলা কৃষি অফিসকে জানিয়েছেন। কিন্তু কোন কাজে আসেনি। তাই আর কাউকে কিছু বলেন না। কৃষক নুর ইসলাম জানান কেঁড়াগাছি থেকে ৯০টাকা দিয়ে ভ্যান ভাড়া করে ৫বস্তা সার নিতে তিনি কলারোয়ায় এসেছেন। তিনি আরো বলেন কেঁড়াগাছিতে সার থাকলে তার ৯০টাকা অতিরিক্ত খরচা হতো না।

এবিষয়ে কলারোয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম বলেন তিনি ইতিমধ্যে প্রত্যেক বিসিআইসি ডিলারকে তাদের স্ব স্ব স্থানে সার বিক্রয় করার জন্য জরুরি ভিত্তিতে নোর্টিশ প্রদান করেন। আগামী সোমবার এবিষয়সহ অন্যন্যে বিষয় নিয়ে উপজেলা পরিষদে জরুরি মিটিং এর আহবান করা হয়েছে। এদিকে উপজেলার সকল কৃষকগণের দাবী ওই সকল ডিলারের লাইন্সেস বাতিল করে প্রত্যেক ইউনিয়নে একজন করে বিসিআইসি ডিলার নিয়োগ পূর্বক কৃষকদের আর্থিক ক্ষতিগ্রস্তের হাত থেকে রক্ষা করতে সাতক্ষীরা জেলা প্রশাসকের সু-দৃষ্টি কামনা করেছেন।

Check Also

যশোর বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের সময় কলারোয়ার আ’লীগ কাউন্সিলর গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি :- সাতক্ষীরা: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।