সাতক্ষীরার ইমামদের সাথে জেলা প্রশাসনের মতবিনিময়

২১ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা প্রশাসন, সাতক্ষীরার সম্মেলন কক্ষে জেলার সকল ইমামদের সাথে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এর সভাপতিত্বে তাঁর সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ, সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (পিপিএম বার), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেজা রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), কাজী আরিফুর রহমান, ইসলামিক ফাউন্ডেশন এর উপ-পরিচালক মোঃ আবুল কালাম আজাদ, জেলা তথ্য অফিসার মোঃ মোজাম্মেল হক ও সাতক্ষীরার সকল উপজেলার ইমামগণ। মতবিনিময় সভায় সাতক্ষীরার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার জন্য বিস্তারিত আলোচনা হয়।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ন কবির বলেন, সাতক্ষীরায় আমরা নিজেরা ভাল থাকবো ও সকলকে ভাল রাখবো। তিনি আরো বলেন, পরবর্তী প্রজন্মকে এবং বিশে^র সকল মুসলিম ও মানবতাকে রক্ষার স্বার্থে আমরা একসাথে কাজ করবো। সাতক্ষীরা জেলার সার্বিক আইন-শৃঙ্খলা ও শান্তি বজায় রাখতে জেলার সকল ইমামদের সহযোগিতাও কামনা করেন তিনি। প্রেসবিজ্ঞপ্তি

Check Also

ব্রাসেলস সফরে যাচ্ছেন জামায়াত আমীর

প্রায় দুই সপ্তাহের সফরে ব্রাসেলস যাচ্ছেন জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান। আগামী ৪ঠা এপ্রিল তিনি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।