হে সর্বশ্রেষ্ঠ মহামানব – বিলাল মাহিনী

তুমি এসেছিলে তাই-

পৃথিবী নূর লাভে ধন্য হয়েছিলো
কেসরার রাজপ্রাসাদ নড়ে উঠেছিলো
তমসা পরেছিলো আলোর পোশাক।

তুমি এসেছিলে তাই-
রহমাত নেমেছিলো ধরায়
জমজম হেসেছিলো ফোয়ারা হয়ে
দুধমাতার উষ্ট্রী খুলেছিলো লাবানের নহর।

তুমি এসেছিলে তাই-
মরুভূমে ফুটেছিলো সুরভী ফুল
কিশোর-কিশোরীরা ধরেছিলো উষ্ণ অভ্যর্থনার গান
তাওয়াফে রত ছিলো আবাবিলের দল।

তুমি এসেছিলে তাই-
ভয়ে কেঁপে ছিলো শয়তানের হাড়
অভয় পেয়েছিলো বঞ্চিতের কর
নারী খুঁজে পেলো সম্ভ্রম-ইজ্জত-সম্মান।

তুমি এসেছিলে তাই-
বঞ্চনা-গঞ্জনার হলো অবসান
খোলাফায়ে রাশেদা পেলো সোনার সমাজ
মুজিজা পেলো মানুষ কুরআনের তাজ।

Check Also

সুন্দরবনে পরিবারের সঙ্গ: কাইয়ুম রাজের আনন্দঘন ভ্রমণ

আমি এবিএম কাইয়ুম রাজ। এবারের ঈদে আমি নানুবাড়ি গিয়েছিলাম। ঈদের আনন্দ পরিবারের সবার সঙ্গে ভাগ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।