উপজেলা প্রতিনিধি (অভয়নগর) যশোর:
যশোর জেলার অভয়নগর উপজেলার বাম প্রগতিশীল সংগঠনের বিক্ষোভ ও মশাল মিছিল কর্মসূচি অনুষ্ঠিত হয়। সারাদেশে সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘর, মন্দিরে হামলা ও ভাঙচুরের ঘটনায় তারা বিক্ষোভ প্রদর্শন ও মশাল মিছিল করেছে। ২১ অক্টোবর ২০২১ বৃহস্পতিবার সন্ধা ৬ টারদিকে উপজেলার নওয়াপাড়া বাজারের স্বাধীনতা চত্বরে প্রথমে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বিক্ষোভ ও পরে নওয়াপাড়া বাজারে মশাল মিছিল করে।
স্বাধীনতা চত্বরে বিক্ষোভ চলাকালে বাংলাদেশের ওয়ার্কার্স পাটি(মার্কসবাদী), অভয়নগর শাখার ইনচার্য কমরেড চৈতন্য কুমার পালের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাম্যবাদী আন্দোলনের কেন্দীয় সদস্য কমরেড রিপন আহমেদ, উপজেলা নেতা গোলাম মোর্তজা নান্নু, বাংলাদেশের ওয়ার্কার্স পাটির (মার্কসবাদী) অভয়নগর উপজেলা নেতা কমরেড অরুন ঘটক, কমরেড ডা: শহিদুল হক, রনজিত বাওয়ালী, ইনতাজ আলী মোল্যা, সাধন বিশ্বাস, সিপিবি নেতা অধ্যাপক চিন্ময় বিশ্বাস। শ্রমিক নেতা জাকির হোসেন, বাংলাদেশ জাতীয় হিন্দু ফোরামের সহ সাংগঠনিক সম্পাদক অরুন দাস অণিক প্রমুখ। এরপর তারা নওয়াপাড়া বাজারের যশোর-খুলনা মহাসড়কে মশাল মিছিল করে।
বক্তারা অবিলম্বে সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘর ও মন্দিরে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। তারা ক্ষতিগ্রস্ত সকল পরিবারের পূনর্বাসনের জন্য দেশবাসীর প্রতি আহবান জানান।