জিজ্ঞাসাবাদের জন্য কুমিল্লা পুলিশ লাইনসে ইকবাল

কু‌মিল্লার নানুয়া‌দীঘির পাড়ের অস্থায়ী পূজামণ্ডপের ঘটনার মূল‌ হোতা ইকবাল হোসেনকে শুক্রবার দুপুর ১২টা ৫‌ মি‌নিটে পু‌লিশ লাইনসে নেয়া হয়েছে। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞাসাবাদ শেষে ইকবাল হোসেনকে পু‌লিশ সুপার কার্যালয়ে আনা হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা পুলিশের ডিআইও-১ মনির হোসেন।

গতরাতে কক্সবাজার থেকে ইকবালকে গ্রেফতার করা হয়। শুক্রবার ভোর সাড়ে ৬টায় কক্সবাজার জেলা পুলিশ থেকে তাকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে শারদীয় দুর্গাপূজার মহাষ্টমীর দিন গত ১৩ অক্টোবর ভোরে কুমিল্লা শহরের নানুয়াদীঘির উত্তর পাড়ে দর্পণ সংঘের উদ্যোগে আয়োজিত অস্থায়ী পূজামণ্ডপে পবিত্র কোরআন দেখা যায়। এরপর কোরআন শরিফ অবমাননার অভিযোগ তুলে ওই মণ্ডপে হামলা চালায় একদল লোক। পরে পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে এ ঘটনায় ইকবাল নামের এক যুবককে শনাক্ত করে।

Check Also

যশোর বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের সময় কলারোয়ার আ’লীগ কাউন্সিলর গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি :- সাতক্ষীরা: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।