বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে ‘গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক’ কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে জলবায়ু ধর্মঘট পালন করেছে সাতক্ষীরার শ্যামনগরের তরুণরা। শুক্রবার (২২ অক্টোবর) সকালে শ্যামনগরের কাশিমাড়ী ইউনিয়নের খোলপেটুয়া নদীর পাড়ে সমবেত তরুণরা নানান দাবি সংবলিত প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিতে থাকেন।
পরিবেশবাদী সংগঠন ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস, প্রতীকী যুব সংসদ ও কোস্টাল ইয়ুথ অ্যাকশন হাবের আয়োজনে ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস সাতক্ষীরা ইউনিটের সহ-সমন্বয়ক রাইসুল ইসলাম এর সভাপতিত্বে এই ধর্মঘট পালিত হয়। এতে বক্তারা বলেন, আগামী ৩১ অক্টোবর স্কটল্যান্ডে জলবায়ু সম্মেলন (কপ-২৬) শুরু হতে যাচ্ছে। ২০১৫ সালে প্যারিসে অনুষ্ঠিত বৈঠকের পর এটিই সবচেয়ে বড় জলবায়ু সম্মেলন।
বক্তারা বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির হার ১ দশমিক ৫ ডিগ্রিতে সীমিত রাখতে উন্নত দেশগুলোকে চাপে রাখাসহ প্যারিস চুক্তি বাস্তবায়নের দাবি জানান। তারা বলেন, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির হার কমাতে প্রতিশ্রুতির ফুলঝুরির পরিবর্তে বিশ্বনেতাদের জরুরি কার্যক্রম গ্রহণ এবং পদক্ষেপ নিতে হবে। প্রেসবিজ্ঞপ্তি