কালিগঞ্জে ধলবাড়িয়ায় গাজী শওকাত নৌকার মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল অনুষ্ঠিত

হাফিজুর রহমান শিমুলঃ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ১০ নং ধলবাড়িয়া ইউনিয়নে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার বাংলাদেশ আওয়ামীলীগ গাজী শওকাত হোসেনকে নৌকা প্রতীকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন দেওয়ায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ অক্টোবর) বেলা ১২ টায় ধলবাড়ীয়া ইউনিয়নের গুরুত্বপুর্ণ মোড়ে আনন্দ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তাগন বলেন ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সজল মুখার্জীর পক্ষে কতিপয় ব্যাক্তি নৌকা বিদ্বেষী এবং ইউনিয়নের সাবেক বিএনপির নেতাকর্মী ও আওয়ামীলীগের অনুপ্রবেশকারীরা জননেত্রীর এই মনোনয়নকে মেনে নিতে না পারায় ষড়যন্ত্র শুরু করেছে। এরই অংশ হিসাবে ইউনিয়ন আওয়ামী লীগের অফিসের সামনে নৌকা প্রতিকের মনোনয়নের বিরুদ্ধে মিথ্যাচার সহ মানববন্ধন করেন বেলা ১১টায়। এদিকে নৌকা প্রতীকে মনোনয়ন পাওয়ায় মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও গাজী শওকাত হোসেনের পক্ষে আনন্দ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ করেন। ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের ৬নং ওয়ার্ড সভাপতি এস এম শওকাত হোসেন ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসানের নেতৃত্বে সমাবেশে বক্তারা বলেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে জননেত্রী শেখ হাসিনা কালিগঞ্জ উপজেলা ধলবাড়িয়া ইউনিয়নে নৌকার প্রতিক মনোনীত করেন আলহাজ্ব গাজী শওকাত হোসেনকে। জনপ্রিয় চেয়ারম্যান আলহাজ্ব গাজী শওকাত হোসেন ২০০৩ সালে উপনির্বাচনে এবং ২০১১ সালে আওয়ামীলীগের সমর্থন নিয়ে কালিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতিকে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচীত হয়েছিলেন। তারই ধারাবাহিকতায় ২০১৬ সালে জননেত্রী শেখ হাসিনা গাজী শওকাত হোসেনকে নৌকার মনোনয়ন দেন এবং তিনি বিপুল ভোটে জয়লাভ করেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে একই ধারাবাহিকতায় জননেত্রী শেখ হাসিনা আবারও গাজী শওকাত হোসেনকে মনোনয়ন দেন। কিন্তু কিছু আওয়ামী নামধারী দুষ্কৃতিকারী, আওয়ামীলীগ বিদ্বেষী ও আওয়ামীলীগের অনুপ্রবেশকারী সাবেক বিএনপির নেতাকর্মীরা এ মনোনয়ন মেনে নিতে না পারায় তারা নৌকার বিরোধিতা করছে। তারা শুধু প্রার্থীদের বিরোধিতা করছে না, তারা বঙ্গবন্ধু আদর্শকে ও নৌকাকে বিরোধিতা করছে। নেতারা আরও বলেন যারা নৌকাকে বিরোধিতা করবে তাদেরকে দ্রুত আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হউক। এ সময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ ধলবাড়িয়া ইউনিয়ন শাখার সহ-সভাপতি মেহেদী হাসান, যুগ্ন সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নাহিদ ফেরদৌস, প্রচার সম্পাদক গোলাম রসুল, দপ্তর সম্পাদক ইমন বরকন্দাজ আকাশসহ শতাধীক আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Check Also

যশোর বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের সময় কলারোয়ার আ’লীগ কাউন্সিলর গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি :- সাতক্ষীরা: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।