চৌগাছায় বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের মানববন্ধন অনুষ্ঠিত

চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ

যশোরের চৌগাছায় সাম্প্রদায়িকতা বিরোধী মানববন্ধন করেছে বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ)।দেশের বিভিন্ন এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের উপাশনালয় ও ঘরবাড়িতে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে এবং দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাক্ষার লক্ষ্যে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আজ রবিবার সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান গেইটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছাঃ লুৎফুন্নাহার, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাসুম বিল্লাহ, জুনিয়র কনসালট্যান্ট (শিশু) ডা. আব্দুস সামাদ ও (অর্থপেডিক্স) ডা. গোলাম রসুল, সাবেক আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. আরিফুর ইসলাম ও ডা. নাহিদ সিরাজ, ডা. আব্দুল্লাহ আল মামুন, ডা. সানজানা রহমান, ডা. তোহিদুজ্জামান, নার্সিং সুপারভাইজার শামছুন্নাহার, এমটিপিআই সুপারভাইজার সোহেল রানা, পরিসংখ্যানবিদ শহিদুল ইসলামসহ চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা অংশ গ্রহণ করেন।

Check Also

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।