আজব কান্ড। আগান বাগান থেকে কেউ এসে ছুঁয়ে দিলেই নাকি মানুষ অন্ধ হয়ে যাচ্ছে। শুনতে অবাক লাগলেও এধরণের একটি ঘটনায় অন্ধ হয়ে যাওয়ার দাবী করেছে সাতক্ষীরার এক যুবক।
সাক্ষাতৎকার।
মো: আছাদুল ইসলাম। বয়স ২৮। সাতক্ষীরা পৌরসভা ৫ নং ওয়াড এলাকার্র পার কুকরালিতে তার বাড়ি। আছাদুল একজন প্রতিবন্ধি। চোখে দেখতে পাই না। আন্দাজ করে চলাচল করতে হয় তাকে। জেলার বিভিন্ন স্থানে হাটে বাজারে,সড়কে কুরআন তেলওয়াত করে চলে একা ধারে। তার কুরআন তেলওয়াত শুনে যে যার মত করে সাহায্যের হাত বাড়িয়ে দেন । এতে তার ২শ থেকে ৩শ টাকা পর্যন্ত উপার্জন হয়ে থাকে প্রতিদিন। সেই টাকা দিয়ে ছেলে মেয়ে ও স্ত্রীকে নিয়ে কোন রকমে বেঁচে আছেন এই প্রতিবন্ধি ।
সাক্ষাৎকার:
চোখে না দেখলেও অনুমান করে হিসবাবের কাজটা বুঝে নেন ঠিক ভাবে। কে কত টাকার নোট দিল তা হাতের আন্দাজে সহজেই বলে দিতে পারে ।
সাক্ষাৎকার:
জন্মের পর ৫ বছর পর্যন্ত চোখে দেখতে পেতো আছাদুল। তারপর এক দূরারোগে তার চোখ অন্ধ হয়ে যায়। অদৃশ্য হয়ে যায় তার সব স্বপ্ন। অন্য মানুষের মত সে আর কাউকে দেখতে পাইনা। দুনিয়ার ভোগ বিলাস,আরাম আয়েশ বলতে তার কাছে কিছুই নেই। কোন রকমে এক মুঠো অন্নের সন্ধানে প্রতিদিন তাকে কয়েক কিলোমিটার পথ হাটতে হয়। মানুষকে কুরআন তেলওয়াত করে সে মুগ্ধ করায়। কুরআন প্রেমিকরা তাকে সাহায়্যের হাত বাড়িয়ে দেয়।
সাক্ষাৎকার:
জীবনে শেষ দিন পর্যন্ত এভাবে চলতে হবে সে কথা ভাবতে তার খুব কষ্ঠ হয়। তার ইচ্ছা যদি একটা দোকান-পাট করতে পারতাম তাহলে হয়তো এভাবে আর পথে পথে ঘুরতে হতো না।
সাক্ষাতকার
https://youtu.be/YpGYu65ki4o