মাত্র ১১৪ দিনের মাথায় বিঘাপ্রতি ২২ মন ধান পেয়ে খুশি সাতক্ষীরার কৃষকরা। পোকামাকড়ের বালাই নেই সুগন্ধি জাতের এমন ধান চাষের পরও জমিতে সরিষা লাগানোর সুযোগ থাকে। ফলে কৃষকরা ব্রি-৭৫ জাতের নতুন ধান চাষ করে বেশ লাভবান হয়েছেন।
কৃষকরা জানান এই ধানের চাল চিকন। এর ভাত হয় ঝরঝরে। আমরা ধান গবেষণা ইনস্টিটিউটের পরামর্শ ও সহায়তা নিয়ে ব্রি-ধান ৭৫ চাষ করেছি। উচ্চ ফলন এবং আরও কিছু সুবিধা হওয়ায় আমাদের দেখাদেখি অন্যান্য কৃষকও এতে আগ্রহী হয়েছেন।
কৃষক আবুল হোসেন, আবুল বাশার, সিরাজুল ইসলামসহ কয়েকজন জানান, আমরা আগামী বছর আরও বেশি এলাকায় এই চাষ করতে চাই।
সাতক্ষীরার বেনেরপোতা ধান গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শেখ মফিজুল ইসলাম জানান, এ বছর সাতক্ষীরায় ২০০ বিঘা জমিতে ব্রি-ধান ৭৫-এর চাষ হয়েছে। আমরা কৃষকদের বীজ ও সার সরবরাহ ছাড়াও অনেক সহায়তা দিয়েছি। মাঠ থেকে এই ধান কর্তন উপলক্ষ্যে সদর উপজেলার লাবসায় এক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। এতে চাষিরা ব্রি-৭৫ জাতের সুগন্ধি ধান চাষে লাভবান বলে উল্লেখ করেছেন।