আব্দুল্লাহ,শার্শা প্রতিনিধি:
যশোরের শার্শা উপজেলাসহ সারাদেশেরই গত কয়েক দিন ধরে দরজায় কড়া নাড়তে শীত। শীতের আগমনীতে বাড়ছে লেপ তোষকের কদর। ব্যস্ত হয়ে উঠছে কারিগররা। শীত মোকাবেলায় আগাম প্রস্তুতি হিসেবে লেপ – তোষক তৈরি করছে দোকান গুলোতে।
সারা বছর অলস সময় কাটলেও শীতের সময় বেড়ে যায় তাদের ব্যস্ততা। শীতের চার মাস ব্যস্ততা সময় পার করেন তারা। বর্তমানে ক্রেতাদের সংখ্যা আগের তুলনায় অনেক বেড়েছে সামনে শীত আরো বেড়ে যাবে এই ভেবেই কারিগররা কাজের দিকে মনোযোগী হয়েছে।
গ্রাহকের চাহিদা মতো লেপ তৈরি করে নিতে পারে আবার রেডিমেট ও নিতে পারে। লেপের চাহিদা শীতকালিন হলেও তোষকের চাহিদা কমবেশি সারা বছরই থাকে।
শীতের মৌসুম এলেই লেপ ভরানোর চিত্র দেখা যায় গ্রাম বাংলার দোকান গুলোতে।
লেপ-তোষকের কারিগর সাইদুল বলেন, চলতি মৌসুমে জিনিসপত্রের দাম বাড়ায় স্বাভাবিক ভাবেই লেপ- তোষকের তৈরির খরচ বেড়ে গেছে। আর একটি লেপ- তোষক বিক্রি করে ২’শ থেকে ৩’শ টাকা লাভ হয়। জাজিম, বালিশ,লেপ- তোষক তৈরিতে লাভ কিছু কম হলেও কাজের ব্যস্ত থাকায় খুশি থাকে তারা। কাপড়ের মান বুঝেই লেপ তোষকের দাম নির্ধারণ করা হয়।
শীতের তীব্রতা বাড়লে লেপ-তোষক তৈরি ও বিক্রি আরো বাড়বে এমন প্রত্যাশা করেন তারা।