কালিগঞ্জে চেয়ারম্যান পদে ৬৬, সদস্য পদে ৪৫৮ ও মহিলা সদস্য পদে ১৩৫ জনের মনোনয়নপত্র দাখিল

বিশেষ প্রতিনিধি: কালিগঞ্জে ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য তৃতীয় ধাপে ১২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হতে আগ্রহীরা মঙ্গলবার (২ নভেম্বর) বিকেল ৫ টা পর্যন্ত সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন। এবার ১২ ইউনিয়নে ৬৬জন চেয়ারম্যান প্রার্থী, ৪৫৮ জন সাধারণ সদস্য পদপ্রার্থী এবং ১৩৫ জন সংরক্ষিত মহিলা সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মনোনয়নপত্র দাখিলকারী চেয়ারম্যান প্রার্থীরা হলেন ১নং কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আকলিমা খাতুন ওরফে লাকি, তার কন্যা জাতীয় পার্টির কেন্দ্রীয় নেত্রী সাফিয়া পারভিন, স্বতন্ত্র প্রার্থী রওশন আলী কাগুচী, আব্দুর রহমান মোল্লা, মোহাম্মদ নজরুল ইসলাম, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শ্যামলী অধিকারী, ছাত্রদল নেতা স্বতন্ত্র প্রার্থী জিএম রবিউল্লাহ বাহার এবং খেলাফত আন্দোলনের শাহজাহান কবির। ২নং বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দিন এবং বিএনপি নেতা স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম। ৩ নং চাম্পাফুল ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: মোজাম্মেল হক গাইন, স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ মোড়ল এবং আব্দুল হান্নান গাইন।

৪নং দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোবিন্দ কুমার মন্ডল, বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান প্রশান্ত কুমার সরকার, বিএনপি নেতা স্বতন্ত্র প্রার্থী দিদারুল ইসলাম, জাতীয় পার্টির জুলফিকার আলী সাপুই এবং খেলাফত আন্দোলনের হাফেজ মাওলানা শফিকুল ইসলাম। ৫নং কুশুলিয়া ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ, বিএনপি নেতা স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান শেখ এবাদুল ইসলাম, তাঁর ছেলে শেখ নাজমুল হোসেন, জাতীয় পার্টির নেতা সাবেক চেয়ারম্যান লতিফুর রহমান খাঁন, স্বতন্ত্র প্রার্থী মো: রেজাউল করিম, আসাফউদ্দৌলা খান এবং খিলাফত আন্দোলনের শেখ তাইজুল ইসলাম। ৬ নং নলতা ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন পাড়, স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান আজিজুর রহমান, স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান এসএম আসাদুর রহমান সেলিম, আজমীর জামান সাইদুর রহমান, শাহিনুর রহমান, খেলাফত আন্দোলনের শাহাদাত মোল্লা।

৭নং তারালী ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বর্তমান চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, জামায়াত নেতা স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুল গফুর, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী অধ্যক্ষ একেএম শফিকুজ্জামান, খেলাফত আন্দোলনের মহব্বত গাইন। ৮ নং ভাড়াশিমলা ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ এর মনোনীত প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী থানা যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুল হাসান নাঈম, স্বতন্ত্র প্রার্থী আফসার আলী গাজী (সাবেক যুবলীগ নেতা), আব্দুল কুদ্দুস ওরফে সাহেব আলী, খেলাফত আন্দোলনের শওকাত আলী বিশ্বাস। ৯ নং মথুরেশপুর ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী থানা আওয়ামী লীগের সভাপতির ছেলে ফিরোজ আহমেদ, স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল অহেদ মারুফ, রমেশ চন্দ্র বিশ্বাস, বর্তমান চেয়ারম্যান মিজানুর রহমান গাইন, ওয়াকার্স পার্টির শেখ তারিকুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী আব্দুল হাকিম, শেখ মোজাফফর হোসেন, বিএনপি নেতা স্বতন্ত্র প্রার্থী শেখ নাজমুল ইসলাম বাবু, স্বেচ্ছাসেবক লীগ নেতা আলাউদ্দিন, স্বতন্ত্র প্রার্থী শেখ আকুঞ্জি বাবলুর রহমান এবং খেলাফত আন্দোলনের শাহজাহান সিরাজ খাঁন। ১০ নং ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সজল মুখার্জী, স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান গাজী শওকত হোসেন, বিএনপি নেতা স্বতন্ত্র প্রার্থী আব্দুল করিম, শেখ ফিরোজ আলম এবং বিদ্রোহী প্রার্থী ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার-উস সাদাত ওরফে রাজা। ১১ নং রতনপুর ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এম আলী আল রাজী, বিদ্রোহী প্রার্থী আওয়ামী লীগ নেতা এসএম আনোয়ার হোসেন, বিএনপি নেতা স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান আবদুল ওয়াহেদ। ১২ নং মৌতলা ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন সরদার, স্বতন্ত্র প্রার্থী আশেক মেহেদী, সাবেক চেয়ারম্যান জাতীয় পার্টির খোরশেদ আলম, ইউপি সদস্য ফেরদৌস মোড়ল, শেখ ওবায়দুর রহমান এবং বিএনপি নেতা স্বতন্ত্র প্রার্থী শেখ আলমগীর হোসেন।

Check Also

তালায় ইউপি পরিষদ কক্ষে দুই সাংবাদিকের উপর হামলা, প্রতিবাদে মানববন্ধন

তালা প্রতিনিধি তালার ইসলামকাটি ইউনিয়ন পরিষদে সাংবাদিক আক্তারুল ইসলাম ও আতাউর রহমানের ওপর সন্ত্রাসী রমজান আলী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।