তালার কেএসডি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত

তালা অফিস ॥
সাতক্ষীরার তালা উপজেলার খেশরায় কে.এস.ডি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি গঠন করা হয়েছে। শনিবার সকালে বিদ্যালয়ের অফিস কক্ষে ম্যানেজিং কমিটির নবনির্বাচিত পাঁচ জন অভিভাবক, দাতা সদস্য এবং বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধিদের সমন্বয়ে সভাপতি নির্বাচন করা হয়।
সভাপতি পদে প্রতিদ্বতীতা করার জন্য বিদ্যালয় কতৃপক্ষ ২ নভেম্বর থেকে ৫ নভেম্বর মনোনয়ন ফরম ছাড়েন। পরবর্তীতে এ পদে একজন প্রার্থী মনোনয়ন ফরম তোলায় বোর্ডের নিয়মানুযায়ী সকল প্রক্রিয়া সম্পন্ন করে প্রিজাংডিং অফিসার উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আতিয়ার রহমান এবং কতৃপক্ষ পবিত্র মোহন দাশকে বিনা প্রতিদ্বনীতায় নির্বাচিত করেন।
এসময় উপস্থিত ছিলেন এডহক কমিটির সভাপতি অধ্যাপক স্বপন কুমার দাশ, নবনির্বাচিত সভাপতি অধ্যক্ষ পবিত্র মোহন দাশ, উপজেলা শিক্ষা কর্মকর্তার প্রতিনিধি দল, বিদ্যালয়ের প্রধান (ভারপ্রাপ্ত) শিক্ষক সাধন কুমার দাশ পল্লী চিকিৎসক এনায়েত আলী সানা, অভিভাবক সদস্য মো. আকরাম হোসেন, শেখ হারুনার রশিদ, দিপংকর দাশ ও উত্তম কুমার দাশ, রিতা রানী দাশ (সংরক্ষিত), দাতা সদস্য মনোজ ভট্টাচার্য, মানষ ভট্টাচার্য, বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি মো. আব্দুল মমিন, শুভেন্দু দত্ত, রিক্তা রানী (সংরক্ষিত) অনন্য শিক্ষকমন্ডলী ও এলাকার গন্যমান্য ব্যক্তিগন।
##

তালার শাহাজাতপুর ইউসুফ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত
তালা অফিস ॥
সাতক্ষীরার তালা উপজেলার খেশরায় শাহাজাতপুর ইউসুফ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০ টা থেকে শুরু করে সুষ্ঠু পরিবেশে বিকাল ৪ টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে অভিভাবক সদস্য পদে ৯ জন অংশগ্রহণ করেন। এতে সাধারণ সদস্য পদে বিজয়ী হয়েছেন মো. হায়দার আলী (ঘড়ি), মো. ঈশা খান (আম), এস.এম শামসুজ্জামান (ছাতা), মো. আল-আমিন গাজী (দোয়াত কলম) এবং সংরক্ষিত আসনের নারগিস বেগম বিনা প্রতিদ্বীতায় নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আতিয়ার রহমান নির্বাচনের প্রিজাংডিং অফিসার হিসেবে কর্মরত ছিলেন। এছাড়াও উপজেলা মাধ্যমিক একাডেমিক সুভার ভাইজার প্রভাষ কুমার দাশ, অফিস সহায়ক মো. হাসমত আলী, মো. সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ হক মোড়ল বলেন, ২৭১ জন অভিভাবক সদস্য ভোটার ছিলেন। সুষ্ঠু উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ৪ জন পুরুষ সদস্য নির্বাচনের মাধ্যমে জয়লাভ করেছেন। এছাড়া সংরক্ষিত আসনে নারগিস বেগম ও বিদ্যালয়ের সাধরন শিক্ষক সদস্য বিনা প্রতিদ্বন্বীতায় নির্বাচিত হন।
##

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।