বেনাপোল পেট্রাপোলে অগ্নিকাণ্ডে তুলাসহ ১১ টি ট্রাক পুড়ে ছাই

আব্দুল্লাহ,শার্শা প্রতিনিধি :

বেনাপোল বন্দরের ওপারে ভারতের পেট্রাপোল বন্দর এলাকার

জয়ন্তীপুরে ‘লক্ষ্মী ট্রাক পার্কিংয়ে’ বাংলাদেশে রপ্তানির অপেক্ষায় থাকা তুলাসহ ১১টি ট্রাক পুড়ে ছাই হয়ে গেছে।

শনিবার (০৬ নভেম্বর) রাতে অগ্নিকাণ্ডের এ ঘটনাটি ঘটে।

পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, বন্দর থেকে প্রায় দুই কিলোমিটার ভেতরে জয়ন্তীপুরে ‘লক্ষ্মী ট্রাক পার্কিংয়ে’ ছিল তুলাবোঝাই এসব ট্রাক। রাত ১০টার দিকে প্রথমে একটি তুলার ট্রাকে আগুন লাগে। পরে পাশের আরও ১০টি তুলার ট্রাকে ছড়ায়।

পরে রাত ১১টার দিকে হাবড়া, বনগাঁ ও গোবরাডাঙ্গা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করেন।

কার্তিক চক্রবর্তী বলেন, প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টায় ভোর ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

“আগুনে ১১টি ট্রাক ভস্মীভূত হয়। বাংলাদেশে রপ্তানির অপেক্ষায় ছিল এসব ট্রাক।”

অন্য ট্রাকগুলো সরিয়ে নেওয়ায় সেগুলো রক্ষা পেয়েছে বলে তিনি জানান। তবে তিনি আগুনের কারণ বলতে পারেননি। ১১ ট্রাকে কী পরিমাণ তুলা ছিল বা কী পরিমাণ ক্ষতি হয়েছে তাও তিনি বলতে পারেননি।

বেনাপোল বন্দরের ক্লিয়ারিং এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, “ভারতের ব্যবসায়ীদের কাছে জানতে পেরেছি, শনিবার রাতে পেট্রাপোল বন্দর সংলগ্ন লক্ষ্মী পার্কিংয়ে বাংলাদেশে রপ্তানির অপেক্ষায় থাকা ১১টি তুলার ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার ভোরের দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। পুড়ে যাওয়া তুলার ট্রাকগুলো বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশে আমদানি হত।”

তবে ভারতের কলকাতাভিত্তিক একটি অনলাইন মাধ্যমে নয়টি ট্রাক ভস্মীভূত হওয়ার কথা বলা হয়েছে।

এবিপি লাইভ ডটকমে প্রত্যক্ষদর্শীর বরাতে বলা হয়েছে, পেট্রাপোলে পণ্যবাহী গাড়ির টার্মিনালে ভস্মীভূত হয়েছে তুলোবোঝাই নয়টি ট্রাক। রাত ১১টা নাগাদ আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় ভোরের দিকে নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ডের কারণ এখনও জানাতে পারেনি তারা।

বেনাপোল বন্দরের উপ-পরিচালক মামুন কবির তরফদার বলেন, “বেনাপোল বন্দরের বিপরীতে ভারতের জয়ন্তীপুরে লক্ষ্মী ট্রাক পার্কিংয়ে আগুন ধরার খবর শুনেছি। অগ্নিকাণ্ডে ১১টি তুলার ট্রাক পুড়ে যাওয়ার কথা জানতে পেরেছি। এ ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে।

Check Also

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।