প্রার্থীতা ফিরে পেলেন শার্শায় নৌকার মনোনীত কবির

আব্দুল্লাহ,শার্শা প্রতিনিধি:

প্রার্থীতা ফিরে পেলেন শার্শায় নৌকার মনোনীত কবির

আসন্ন ইউপি নির্বাচনে শার্শা সদর ইউনিয়নে প্রার্থীতা ফিরে পেলেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী কবির উদ্দীন আহম্মেদ তোতা। সিনিয়র জেলা নির্বাচন অফিসার হুমায়ন কবির আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।

রোববার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন কবির উদ্দীন তোতা।

এর আগে গত ৪ নভেম্বর ঋণখেলাপির অভিযোগে চেয়ারম্যান প্রার্থী কবির উদ্দীন আহম্মেদের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং অফিসার। এরপর তিনি সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কাছে আপিল করলে তিনি তা মঞ্জুর করেন। এরই প্রেক্ষিতে তিনি প্রার্থীতা ফিরে পেলেন।

উপজেলা নির্বাচন অফিসার মেহেদী হাসান জানান, বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয় থেকে ঋণখেলাপির সংক্রান্ত একটি পরিপত্র পাই। যার সুত্র নং- সিআইবি-৫(১)/২০২১-৪৫৭১। এতথ্যের ভিত্তিতে তার প্রার্থীতা বাতিল করা হয়েছিলো এবং আপিল করার জন্য তাকে তিনদিন সময় দেওয়া হয়। তিনি সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কাছে আবেদনের মাধ্যামে প্রার্থীতা ফিরে পান।

প্রার্থীতা ফিরে পেয়ে কবির উদ্দীন আহম্মেদ জানান, আমি অত্যান্ত আনন্দের সহিত জানাচ্ছি বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বাক্ষরিত শার্শার সদর ইউনিয়নে নৌকা মার্কার প্রার্থী হয়ে মনোনয়ন পত্র জমা দেই। এর পরে যাচাই বাছায়ের দিনে ঋণখেলাপির কারন দেখিয়ে আমার মনোনয়ন বাতিল করে উপজলা নির্বাচন অফিসার। পরবর্তিতে আমি আমার প্রার্থীতা ফিরে পেতে সিনিয়র জেলা নির্বাচন অফিসার বরাবর আপিল করলে তিনি তা মন্জুর করেন।

প্রার্থীতা ফিরে পেয়ে ফের প্রচারনা করার ঘোষনা দেন তিনি।

Check Also

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।