সাতক্ষীরায় ইউপিতে নৌকার দ্বিগুণ ভোট পেয়ে বিজয়ী হয়েছে জামায়াতের ২ প্রাথী: জামানত হারালেন নৌকার মাঝি

আবু সাইদ বিশ্বাস: ক্রাইমবাতা রিপোট:  সাতক্ষীরার ১৩ ইউপি’র ১০ টিতেই চরম ভরাডুবি হয়েছে নৌকার। গতকাল ১১ নভেম্বর এ ভোট অনুষ্ঠিত হয়। ভোটের ফলাফলে দেখা যায় সদর উপজেলার কুশখালী ইউনিয়ন চেয়ারম্যান পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। এ ইউনিয়নে  সাতক্ষীরা জামায়াতের কর্ম পরিষদ সাবেক থানা আমীর মাওলানা আব্দুল গফফার (টেলিফোন) ৪৭২৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: তাজউল ইসলাম (নৌকা) পেয়েছেন ২৭৮৭ ভোট। এ ইউনিয়নে বাকি ৯ প্রার্থী যথাক্রমে মো: আবুল কালাম আজাদ (ঢোল) ১১ ভোট, মো: ইকবাল হোসেন (টেবিলফ্যান) ১৫৯ ভোট, মো: কবির উদ্দীন মন্ডল (ঘোড়া) ৭৯ ভোট, মো: গোলাম মোস্তফা (অটোরিক্সা) ২৭০৫ ভোট, ওয়ার্ড আওয়ামী লীগের মো: মনিরুল ইসলাম (আনারস) ২৫০৯ ভোট, জাতীয় পার্টির প্রার্থী মো: মুনছুর আলী সরদার (লাঙ্গল) ১২৭ ভোট, মো: শফিকুল ইসলাম (রজনীগন্ধা) ১৪৬৫ ভোট, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো: সাইফুদ্দীন পলাশ (চশমা)২৫৬ ভোট ও মো: হুমায়ুন কবির (মোটর সাইকেল) ২৮৫ ভোট পেয়েছেন। ভোট বিশ্লেষণে দেখা যায় জামায়াতের প্রাথী মাওলানা আব্দুল গফফার নৌকার প্রাথী তাজউল ইসলামের প্রাপ্ত ভোটের প্রায় দ্বিগুণ ভোট পেয়েছে। এছাড়া আগরদাড়ি ইউনিয়নে জামায়াতের প্রার্থী  মো: কবীর হোসেন (টেবিল ফ্যান) ৭৫৫০ ভোট, পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী থানা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: মঈনুল ইসলাম (নৌকা) পেয়েছেন ৩৮৮০ ভোট। এ ইউনিয়নে বাকি ৫ প্রার্থী যর্থাক্রমে সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি মোহম্মদ লুৎফর রহমান (ঘোড়া) ৩৬৩৮ ভোট, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বর্তমান চেয়ারম্যান মো: মজনুর রহমান (চশমা) পেয়েছেন ৩৫৮৯ ভোট, মো: নুরুল ইসলাম (আনারস) ২২৯ ভোট, শাহিদ (মোটর সাইকেল) ৩৩৬৩ ভোট ও হাবিবুর রহমান (অটোরিক্সা) পেয়েছেন ১০৮৬ ভোট।

https://youtu.be/JL9mpVqVzfE

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার মোট কাস্টিং ভোটের ৮ ভাগের ১ ভগের কম পেলে সেই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। বৈকালী ইউনিয়নে তিন প্রার্থী মিলে ভোট কাস্টিং হয়েছে ১২ হাজার ১০৮ টি। এখানে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী আবু মো: মোস্তফা কামাল (মটর সাইকেল) ১০ হাজার ২৯২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী আসাদুজ্জামান অসলে ভোট পেয়েছেন এক হাজার ১২৫ ভোট। বিধি অনুসারে তাকে এক হাজার পাঁচশত ১৩ ভোট পেতে হবে। কিন্ত তিনি ৩৮৮ ভোট কম পেয়েছেন। এ ইউনিয়নে অপর প্রার্থী জামায়াত সমর্থিত মো: জালাল উদ্দীন (আনারস) পেয়েছেন ৬৯১ ভোট। মো: আসাদুজ্জামান অসলে সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য এবং বৈকারী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান। বৃহস্পতিবার সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হওয়ার পর খলিলনগর কেন্দ্রে সংঘর্ষের ঘটনায় অসলে আহত হন। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এঘটনার পর নৌকার কর্মী সমর্থকদের অধিকাংশই ভোট কেন্দ্র ছেড়ে দেন।

সাতক্ষীরার ১৩ ইউপি’র ১০ টিতে কে কত ভোট পেল

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।