সাংবাদিক নেতাকে হেনস্থার প্রতিবাদে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত

মোঃ রাসেল হোসেন, যশোর প্রতনিধিঃ

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সভাপতি এম.আব্দুল্লাহকে ফেনীতে বোনের বাড়ি থেকে পুলিশ আটক করে হেনস্থার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে সাংবাদিক ইউনিয়ন যশোর।

শনিবার সকাল সাড়ে ১১ টায় প্রেসক্লাব যশোরের সামনে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, ভাই এখন তার বোনের বাড়িতে বেড়াতে যেতে পারবেন না। গেলেই পুলিশ হানা দিবে। সভ্য সমাজে এটি কাম্য না। এ ধরনের আচরণ থেকে পুলিশকে বিরত থাকার আহ্বান জানান নেতৃবৃন্দ।

প্রতিবাদ সমাবেশে বক্তৃতা করেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি এম.আইউব, সাবেক সাধারণ সম্পাদক তৌহিদ জামান, সংগঠনের সহসভাপতি কাজী রকিবুল ইসলাম, যুগ্ম সম্পাদক এসএম ফরহাদ, লোকসমাজের ডেপুটি ইউনিট চিফ মীর মঈন হোসেন মুসা, সদস্য বিএম আসাদ ও শেখ আব্দুল্লাহ হুসাইন। সমাবেশ পরিচালনা করেন সাধারণ সম্পাদক আকরামুজ্জামান।

Check Also

আশাশুনির কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ধ্বস।।আতঙ্কিত এলাকাবাসী

আশাশুনি উপজেলা জামায়াতের রোকন সম্মেলন অনুষ্ঠিতএস,এম মোস্তাফিজুর রহমান(আশাশুনি)সাতক্ষীরা প্রতিনিধি।।আশাশুনি উপজেলা জামায়াতের মাসিক রোকন সম্মেলন অনুষ্ঠিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।