ভুল খুঁয়ে – বিলাল মাহিনী

 

তোমার জন্য ফুল কুড়িয়ে গেলাম
বিনিময়ে কাঁটার খোঁচা পেলাম
তোমার হাসির মুক্ত নিলাম তুলে
ভালোবাসায় ডুবলাম খানিক ভুলে!

ভুল করে তুমিও তখন_
বললে ‘ভালোবাসি’
আজও তুমি হাসো কি অমন হাসি?

ভুলের ছলে একটুখানি
দিলেম যখন ছুঁয়ে,
তোমার কেশের সুবাস মাখা ফুলে
স্বপ্ন ঘোরে ফুলটা গেলো খুঁয়ে!

একটুখানি ডুবলে যুগল ঠোঁট,
বলতে তুমি ‘খুব হয়েছে’_
‘এবার তবে ওঠ’!

তোমার লাগি জমলো খানিক মায়া
বুকের ভিতর ধুসর মেঘের ছায়া
বলতে তুমি_’খুব খুব তোমায় চাই’
আসলে কি ছিলো খুকি_
সবটা অযথাই?

তোমার লাগি ভীষণ কান্না পেলে
দাঁড়াই যদি সবটা তবু ফেলে
ভিখারি বেশে প্রতীক্ষায় তোমার রই
বলবে কি সই_ ‘আমি তোমার নই’!

ক্যামনে বলো চলবে আমার দিন
বাজাও যদি অসীম দুঃখের বীণ।

Check Also

আব্দুর রহমান কলেজের বিধিবহির্ভূত এডহক কমিটি বাতিল চেয়ে আবেদন

সূত্র ঃ তারিখ ঃ ২০-১০-২০২৪ ইংবরাবরজেলা প্রশাসকসাতক্ষীরা। বিষয় ঃ বিধিবহির্ভূত এডহক কমিটি বাতিল প্রসঙ্গে। জনাব,যথা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।