সুন্দরবন এলাকায় ভারতীয় ডাকাতের গুলিতে জেলে নিহত, মালামাল লুট

নিজস্ব প্রতিনিধি: সুন্দরবনের মান্দারবাড়িয়া এলাকায় ভারতীয় ট্রলারসহ ২৫ থেকে ৩০ জন ডাকাত বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে এফবি বাবুল নামের একটি মাছধরা ট্রলারের ডাকাতি করে সব মালামাল লুট করে নিয়ে যায়।

এসময় টলার মালিকের ভাইয়ের ছেলে মুসা (৩০) নামে এক জেলে বাধা দিলে তাকে লক্ষ করে গুলি করে। এতে ঘটনাস্থলেই মুসার মৃত্যু হয়। মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে সুন্দরবন এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।

নিহত জেলে পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের চরলাঠিমারা গ্রামের হারুন মিয়া ছেলে। এবং ট্রলার মালিকের ভাইয়ের ছেলে। এফবি বাবুল ট্রলারের মালিক বাবুল ফকিরের বরাত দিয়ে গোলাম মোস্তফা চৌধুরী জানান, মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে মাছ শিকার করে উপকূলে ফেরার পথে হঠাৎ করে ভারতীয় একটি ট্রলারে করে ২৫থেকে ৩০ জন ভারতীয় ডাকাত একযোগে এফবি বাবুল ট্রলারে হামলা করে ট্রলারের থাকা সকল মালামাল লুট করে নিয়ে যায়।

এসময় ট্রলার মালিকের ভাইয়ের ছেলে মুসা বাধা দিলে তাকে লক্ষ্য করে ডাকাতদল গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এছাড়াও অন্যান্য জেলেদেরকে বেদম মারধর করে বলে জানান তিনি।

কোস্টগার্ড মোংলা জোনের অপারেশন কমান্ডার লুৎফুর রহমান জানান, সুন্দরবনের অস্থায়ী ক্যাম্প থেকে টহল দলকে ঘটনা স্থলে দিকে পাঠানো হয়েছে। নিহত জেলেসহ ট্রলার উদ্ধারে অভিযান চলছে।

Check Also

শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে সাতক্ষীরার জনজীবন

আহসান হাবীব: শহরঃ শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে সাতক্ষীরার জনজীবন। সাতক্ষীরায় শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। শীতের তীব্রতা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।