তালা (সাতক্ষীরা) প্রতিনিধি :বেয়াই বাড়িতে গিয়ে আত্মীয়ের লাশ দাফন করে বাড়ি ফেরা সময় বাসের চাকার নিচে পিষ্ট হয়ে মোঃ আনাছার আলী সরদার (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত যশোর জেলার কেশবপুর উপজেলার চিংড়ি এলাকার বাসিন্দা। বুধবার (১৭ নভেম্বর) বেলা আড়াইটার দিকে পাটকেলঘাটা-কেশবপুর সড়কের তালা উপজেলার বকশি গ্রামের ইটভাটার সামনে মর্মান্তিক এ ঘটনাটি ঘটে।
পাটকেলঘাটা থানার উপ-পরিদর্শক জোর্তিময় মন্ডল ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, বুধবার সকালে মনোহরপুর গ্রামের বেয়াই একব্বর সরদারের বাড়িতে আত্মীয় মৃতের খবর শুনে যান আনছার সরদার । দুপুরে লাশ দাফন করে কুমিরা থেকে বাস যোগে বাড়িতে ফিরছিলেন তিনি। এ সময় পথিমধ্যে কুমিরা ইউনিয়নের বকশি গ্রামের গ্রামের ইটভাটা সামনে তাকে গাড়িতে থেকে নামিয়ে দেয় হেলপার। ওই সময় তিনি বাসের পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হন।
তিনি আরো জানান, ঘাতক বাসটি হাইওয়ে পুলিশ জব্দ করে নিয়ে গেছে। তবে বাসের চালক-হেলপার কাউকে আটক করা সম্ভব হয়নি।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …