নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম এঁর ৭০তম জন্মদিন উদযাপন উপলক্ষে সাতক্ষীরা জেলা পরিষদের আয়োজনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ নভেম্বর)দুপুরে জেলা পরিষদের কনফারেন্স রুমে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এম এম মাহমুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু, জেলা পরিষদের সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো. আল ফেরদাউস আলফা, মো. ওবায়দুর রহমান লাল্টু, মো. মতিয়ার রহমান, মো. আব্দুল হাকিম, মীর জাকির হোসেন, মাহফুজা সুলতানা রুবি, রোকেয়া মোসলেম উদ্দিন, মো. মহিতুর রহমান, শিল্পী রানী মহলদার, রোজিনা পারভীন, মাকসুদুর রহমান মুকুল, মনিরুল ইসলাম, এস এম দেলোয়ার হোসেন, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী আসিফ এহসান, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস.এম খলিলুর রহমান প্রমুখ। এসময় জেলা পরিষদের পক্ষ থেকে জেলা পরিষদের সদস্য, জেলা পরিষদের কর্মকর্তা কর্মচারীরা ফুল ও শুভেচ্ছা উপহার তুলে দেন জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মো. নজরুল ইসলামের হাতে। উপস্থিত সকলের ফুল ও ভালবাসায় সিক্ত হলেন জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মো. নজরুল ইসলাম। এসময় ৩৮তম বিসিএস ক্যাডারে সরকারি চাকুরীতে সদ্য যোগদান করা কর্মকর্তাবৃন্দ, জেলা পরিষদের সদস্য, জেলা পরিষদের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …