আগামী ২ ডিসেম্বর এইচএসসি পরীক্ষা শুরু- শিক্ষামন্ত্রী

আগামী ২ ডিসেম্বর থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ তারিখ ঘোষণা করেন।

শিক্ষামন্ত্রী জানান, ২০২০ সালের তুলনায় ২০২১ সালে মোট পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে প্রায় ৩৩ হাজার।

তিনি বলেন, পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে শিক্ষার্থীদের অবশ্যই পরীক্ষার হলে প্রবেশ করতে হবে।

‘অনিবার্য কারণে কাউকে বিলম্বে প্রবেশের সুযোগ দিলে সেক্ষেত্রে তাদের নাম, রোল নম্বর এবং বিলম্বের কারণ একটি রেজিস্টারে লিপিবদ্ধ করে রাখতে হবে এবং ওইদিন সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে প্রতিবেদন পাঠাতে হবে।’

পরীক্ষা হলে ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কেউই মোবাইল ফোন কিংবা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ করতে পারবে না।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, এবার এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাস এবং অর্ধেক সময়ে অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, এবার ৯টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষা দেবেন প্রায় সাড়ে ১১ লাখ। তাদের মধ্যে ছাত্র ৫ লাখ ৬৩ হাজার ১১৩ জন এবং ছাত্রী ৫ লাখ ৭৪ হাজার ৯০৪ জন।

কোভিড-১৯ মহামারীর কারণে ২০২০ সালের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। পূর্ববর্তী কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল গড় করে এইচএসসির ফলাফল তৈরি করা হয়।

Check Also

গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণ

গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে স্মরণ সভা এবং জুলাই গণঅভ্যুত্থানের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।