সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আলতাফ হুসাইন র‌্যাবের হাতে গ্রেপ্তার

স্টাফ রিপোটার: সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আলতাফ হুসাইনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-০১ এর সদস্যরা। মঙ্গলবার (১৬ নভেম্বর) দিবাগত রাত একটার দিকে নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার মধুখালি এলাকা একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেন র‌্যাব সদস্যরা। তার বিরুদ্ধে হত্যা, নাশকতা ও প্রতারণাসহ প্রায় দেড় ডজন মামলা  অভিযোগ আনা হয়েছে। প্রতারনার  একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

সাতক্ষীরা শহরের রাজারবাগান এলাকার আহসান উল্যার ছেলে আলতাফ হুসাইন।
র‌্যাব-০১ এর অধিনায়ক জানান, আটক আলতাফ হোসেন রূপগঞ্জে রিয়েল এস্টেটের ব্যবসার নামে জমির দালালি ও প্রতারণা করে আসছিল। এমন অভিযোগের ভিত্তিতেই আমরা তাকে আটক করি। আটকের পর আমরা জানতে পেরেছি তার বিরুদ্ধে ১৫ টি মামলা এবং ৫টি ওয়ারেন্ট রয়েছে।

তিনি  সাতক্ষীরা জেলা জামাতের সাবেক প্রচার সম্পাদক,  সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি সহ অসংখ্য প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন। ২০১৩ সালে তার বিরুদ্ধে কয়েকটি  রাজনৈতিক মামলা দায়ের করা হয়। সেই থেকে তিনি পলাতক ছিলেন। সম্প্রতি তিনি দ্বিতীয় বিয়ে করেন।

তার বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় এসটিসি ১১১/২০১৯, এসটিসি ১১২/২০১৯, এসটিসি ১৩৩/২৯১৭সহ দেড় ডজন মামলা রয়েছে।

Check Also

আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি 

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।