নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় শুরু হয়েছে আঞ্চলিক তাবলীগ ইজতেমা। তিন দিনব্যাপী এই আঞ্চলিক তাবলীগ ইজতেমা এবার সাতক্ষীরা শহরতলীর গড়েরকান্দা এলাকায় অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ফজরের নামাজের পর থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে ইজতেমা চলবে রবিবার সকাল পর্যন্ত। এদিন ফজরের নামাজের পর বয়ান শেষে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এই ইজতেমা।
বিশ্ব মুসলমান জাতির শান্তি ও কল্যানে অনুষ্ঠিতব্য এই ইজতেমাই ইতোমধ্যে বিভিন্ন জেলা ও উপজেলা থেকে লক্ষাধিক ধর্মপ্রাণ মুসল্লিরা সদরের ইজতেমা ময়দানে অবস্থান নিয়েছে। ইজতেমায় দেশ-বিদেশের বরেণ্য আলেমগণ বয়ান করবেন।