বিচারকদের মুক্ত মনের অধিকারী হতে হবে -শেখ মফিজুর রহমান, সিনিয়র জেলা ও দায়রা জজ সাতক্ষীরা

এ্যাডঃ তপন কুমার দাস \ বিশিষ্ট কবি, গরিবের জজ খ্যাত, সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান বলেছেন, “বিচারক দের মুক্ত মনের অধিকারী হতে হবে। জঙ্গিরা বিচারকদের উপর হামলা করে গোটা রাষ্ট্রব্যবস্থাকে হুমকির মুখে ফেলে দিয়েছিল। বিচারকরা কারো শত্রু নয়, বিচারকরা সম্পূর্ণ নিরপেক্ষ। তিনি আরো বলেছেন, সব ধরনের ধর্মীয় গোড়ামী থেকে বিচারকদের দূরে থাকতে হবে এবং নিজেদের সন্তানদেরও দূরে রাখতে হবে। জঙ্গিবাদ ও সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একসাথে, একযোগে কাজ করতে হবে। তিনি গত বৃহস্পতিবার অপরাহ্নে শহীদ বিচারক জগন্নাথ পাঁড়ে ও সোহেল আহমেদ এর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানে এসব কথা বলেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক (জেলা ও দায়রা জজ) এম জি আজম, বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ হুমায়ূন কবীর, অতিরিক্ত জেলা ও দায়রা জজ বিশ্বনাথ মন্ডল, বিচার বিভাগ সাতক্ষীরার বিজ্ঞ বিচারক বৃন্দ এবং জেলা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা সহ অন্যান্য কর্মচারীবৃন্দ। শেষে দোয়া ও প্রার্থনা অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী জজ মোঃ জাহিদুর রহমান ও জেলা জজ আদালতের স্টেনোগ্রাফার হারাধন কুমার রায় চৌধুরী।

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।