পোস্টার ব্যানারে ছেয়ে গেছে কালিগঞ্জের অলি-গলি

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার প্রত্যান্ত অঞ্চলের অলিগলি ছেয়ে গেছে নির্বাচনী পোস্টার ও ব্যানারে। আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরুর পরপরি প্রার্থীদের পোস্টার শোভা পাচ্ছে উপজেলার অধিকাংশ এলাকায়। যদিও আগে থেকেই উপজেলা জুড়ে ছিল প্রার্থীদের শুভেচ্ছা সংবলিত ব্যানার-পোস্টার। নির্বাচনী তফসিল ঘোষণার পর অনানুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করেছিল প্রার্থীরা। রাস্তার পাশে, দেয়ালে, অলিগলিতে কোথাও এতটুকু ফাঁকা নেই। সবখানেই দেখা যাচ্ছে চেয়ারম্যান, মেম্বরদের ছবি ও প্রতিক সংবলিত পোস্টার। এসব পোস্টারে প্রার্থীদের ছবি, স্লোগানের পাশাপাশি রয়েছে নির্বাচনী নানা প্রতিশ্র“তির ফুলঝুড়ি। ইজিবাইক ও ভ্যানে-ভ্যানে ব্যানার, পোস্টার লাগিয়ে চলছে মাইকিং। পরিচিত গানের সুরে চাওয়া হচ্ছে ভোট। তবে নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের পক্ষে প্রচারণা চেয়ে মেম্বর প্রার্থীদের প্রচারণায় মুখর পুরো এলাকা। নিজের পক্ষে ভোট চাইতে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থীরা। নিজের পরিচিতি ও নানা প্রতিশ্র“তি তুলে ধরে ভোটারদের কাছে বিতরণ করছেন লিফলেট। নির্বাচনকে ঘিরে এখন জমজমাট প্রচার-প্রচারণা ও প্রার্থীদের মুখে মুখে শুধু উন্নয়নের বোল। কোন ইউনিয়নে কোন প্রার্থীর চেয়ারম্যান পদে বিজয়ের সম্ভাবনা কত দূর, এমন হিসেব নিকেশেই ব্যন্ত হয়ে উঠেছেন ভোটারেরা। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত পাড়া-মহল­ার চায়ের দোকান গুলোতে বইছে আলোচনা-সমালোচনার ঝড়।

Check Also

বরিশালে মেয়র হতে চরমোনাই পিরের ছোট ভাইয়ের মামলা

বরিশাল সিটি করপোরেশনের ২০২৩ সালে অনুষ্ঠিত নির্বাচনি ফলাফল বাতিল ও ইসলামী আন্দোলন সমর্থিত হাতপাখা প্রতীকের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।