সাতক্ষীরায় “নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ্বগড়” এই প্রতিপাদ্যে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা মহিলা অধিদপ্তর র্যালীটির আয়োজন করে।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে নয়টায় সাতক্ষীরা শহরের নিউমার্কেটস্থ শহীদ স ম আলাউদ্দিন চত্বর থেকে দিবসটি উপলক্ষ্যে একটি র্যালী বের হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসনের কার্যালয়ে গিয়ে পথসভায় মিলিত হয়।
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষ্যে র্যালী পরবর্তী জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় জেলা মহিলা অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে রাখেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক মাসরুবা ফেরদৌস।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কন্যা শিশুরা সমাজের বুঝা নয়। তারাও পুরুষের সাথে সমান তালে বিভিন্ন কর্যক্রম পরিচালনা করছেন। নারীরা আজ সারা বিশ্বে সম্পদে পরিনত হয়েছে। তারা বিশ্বকে নেতৃত্ব দিচ্ছেন। সেজন্য তাদের সমঅধিকারে প্রতিষ্ঠিত করতে হবে। তবেই সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে। সেজন্য সকলকে একত্রিত হয়ে কাজ করতে হবে। পথসভায় আরও বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগ সাতক্ষীরার সহকারী উপ-পরিচালক সুমনা আইরিন, সাতক্ষীরা সিভিল সার্জন প্রতিনিধি পুলক চক্রবর্তী, সদর উপজেলা তথ্য সেবা কর্মকর্তা মোছা. হিরা খাতুন, স্বদেশের নির্বাহী পরিচালক মাধব দত্ত, সুশীলনের নির্বাহী পরিচালক মনিরুজ্জামান, হেড সংস্থার নির্বাহী পরিচালক লুইস রানা গাইন, জেলা মহিলা পরিষদের সভাপতি আঞ্জুমান আরা খাতুন, সাধারণ সম্পাদক জোৎস্না দত্ত, সাবেক কাউন্সিলর মহিলা সংগঠক ফরিদা আক্তার বিউটি, ইডা সংস্থার মোস্তাফিজ কামাল, জয় মহিলা সমিতির সভাপতি খুরশীদ জাহান শিলা, বরসার নাজমুল আলম মুন্না প্রমূখ।
১৬ দিনব্যাপী অনুষ্ঠিত কর্মসূচির প্রথমদিনের র্যালীতে জেলার বিভিন্ন নারী উন্নয়ন সংগঠনগুলো অংশগ্রহন করে। তাদের মধ্যে স্বদেশ, হেড, বরসা, ক্রিসেন্ট, কেয়ার, দুর্বার নেটওয়ার্ক, সুশিলন, সাস, মানুষের জন্য ফাউন্ডেশন।