সড়ক দুর্ঘটনায় সাতক্ষীরায় যুবক নিহত

ডুমুরিয়া প্রতিনিধি:চুকনগরে নিয়ন্ত্রণ হারিয়ে এক ইঞ্জিন ভ্যান চালক মারা গেছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে খুলনা সাতক্ষীরা মহাসড়কের বেতাগ্রাম কালভার্ট নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।

খর্ণিয়া হাইওয়ে থানার পুলিশের ইনচার্জ (ওসি) মোঃ মেহেদী হাসান জানায়, সাতক্ষীরা সদর থানার কামালনগর গ্রামের মোঃ আব্দুস সাত্তার সরদারের পুত্র রবিউল ইসলাম সরদার(২৮) দুপুরের দিকে তার ইঞ্জিন চালিত ভ্যান যোগে মুরগি নিয়ে চুকনগর বাজার অভিমুখে আসছিলেন। কিন্তু তার ভ্যানটি দ্রুতগতি সম্পন্ন হওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি দেয়।

ভ্যানের সাথে চালকও ছিটকে পড়লে ভ্যানের হ্যান্ডেল তার মুখের চোয়াল ভেদ করে মাথার ভিতরে প্রবেশ করে। এতে তার মাথা দিয়ে প্রচন্ড রক্তক্ষরণে ঘটনাস্থলেই মৃত হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ খর্ণিয়া হাইওয়ে থানা পুলিশের হেফাজতে ছিল।

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।