বিচার বিভাগ একটি বিশেষায়ীত সেবা এবং বিচারক সৃষ্টিকর্তার প্রতিনিধি, সে জন্য বিচারকদের কখনো হতাশ হওয়া চলবেনা, প্রচন্ড আশাবাদী হতে হবে।
বিচার প্রশাসন প্রশিক্ষণ ইন্সস্টিটিউট থেকে আগত ৬ জন বিচারকের সাতক্ষীরা জেলায় প্রশিক্ষণ শেষে সমাপনী অনুষ্ঠানে সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান একথা বলেন। তিনি নবীন বিচারকদের উদ্দেশ্যে আরও বলেন, বিচার শুধু করলেই হবেনা, দেখাতে হবে যে ন্যায় বিচার করা হচ্ছে। জীবনের সমস্ত মেধা, শ্রম ও নিষ্ঠা দিয়ে বিচারপ্রার্থীদের কল্যানে কাজ করার জন্য তিনি নবীন বিচারকদের প্রতি আহবান জানান।
বৃহস্পতিবার সকালে জেলা জজের কার্যালয়ে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে বিচার বিভাগ, সাতক্ষীরার সকল কর্মকর্তাবৃন্দ এবং প্রশিক্ষনার্থী নবীন বিচারকগণ উপস্থিত ছিলেন। এ সময় নবীন বিচারকগনের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন সাতক্ষীরার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: হুমায়ূন কবীর।
উল্লেখ্য, গত ২১ থেকে ২৫ নভেম্বর বিভিন্ন জেলায় কর্মরত ৬ জন নবীন বিচারক সাতক্ষীরা বিচার বিভাগের তদারকীতে ওই প্রশিক্ষণ গ্রহণ করেন।